ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি

Cyclone Remal Effects: বিধ্বংসী ঝড়ের দাপটে তছনছ… ফের দুর্যোগের ভয়! ক্ষতিগ্রস্ত বাড়িঘর, গাছপালা, ক্ষোভ বাড়ছে তুফানগঞ্জে

তুফানগঞ্জ: বিধ্বংসী রিমলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত তুফানগঞ্জ ১ নং ব্লকের চামটা মোড় সংলগ্ন নাককাটিগাছ অঞ্চলের বিভিন্ন এলাকা। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সেদিন সাইক্লোনের রাত আনুমানিক ২:৩০ নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু। এই ঘটনায় এলাকার বহু গাছ ভেঙে পড়ে এবং বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। এখনও পর্যন্ত বহু বাড়ি মেরামতি করা সম্ভব হয়নি। এরই মাঝে আকাশে কালো মেঘ আতঙ্ক তৈরি করেছে স্থানীয়দের মধ্যে।

ঝড়ে ক্ষতিগ্রস্থ স্থানীয় এক বাসিন্দা সন্তোষ দাস জানান, ঝড়ের দাপটে তাঁর বাড়ির ওপর একটি বড় কাঁঠাল গাছের ডাল ভেঙে পড়ে। ফলে ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও প্রকার সাহায্য এসে পৌঁছয়নি। এখন একপ্রকার কষ্ট করেই তাঁকে নিজের ঘর মেরামত করতে হচ্ছে। গাছটি কেটে সরাতে ২০০০ টাকার প্রয়োজন, সেই অর্থ তাঁর কাছে নেই। তাই সেই ভাঙা গাছের ডাল এখনও পর্যন্ত তাঁর টিনের চালের ওপর পড়ে রয়েছে।

আরও পড়ুন: হুডখোলা জিপে ‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’র মন্দাকিনী! ৮০-র দশকে বুকে ঝড় তোলা নায়িকাকে দেখতে নবীন-প্রবীণের ভিড় মধ্যমগ্রামে

এলাকার আরও এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা শ্যামসুন্দর বসাক জানান, তাঁর বাড়ির মধ্যে থাকা বিরাট একটি আমগাছ ঘরের টিনের চালের উপর ভেঙে পড়ে। সেই সময়ে ঘরের ভেতরেই পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। কোনওভাবে প্রাণে বাঁচেন তাঁরা। পঞ্চায়েতের পক্ষ থেকে শুধুমাত্র কিছু ত্রাণ সামগ্রী তাঁদের দেওয়া হয়েছে। তবে ভেঙে পড়া গাছের ডাল তাঁরা নিজেদের খরচেই কাটতে বাধ্য হয়েছেন। আকাশের পরিস্থিতি আবারও খারাপ হয়ে আসার কারণে আতঙ্কে রয়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ পাটনি জানান, ঝড় চলাকালীন তিনি বাড়িতে ফিরছিলেন। কোনও রকমে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। এই প্রথম এমন ভয়ংকর ঝড়ের সম্মুখীন হতে হয়। এই ঝড়ের অভিজ্ঞতার কথা তাঁর শেষ নিশ্বাস পর্যন্ত মনে থাকবে। বাড়ির প্রত্যেকেই বেশ আতঙ্কিত হয়েছিলেন। যদিও তাঁর বাড়ির খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাড়ির আশেপাশে বেশ কিছু বড় বড় গাছ ভেঙে পড়ে। তবে সরকারিভাবে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির জন্য এখনও পর্যন্ত কোনও প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেই দাবি করলেন তিনি। সামান্য কিছু ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে এলাকায়।

Sarthak Pandit