১৫ বছরেই বোলিং-এ ১৩০ গতির ঝড বসিরহাটের কিশোরের

Local Cricketer: ভারতীয় দলের ভবিষ্যৎ স্পিডস্টার বেড়ে উঠছে বসিরহাটে!

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের রোহিত মণ্ডল কি ভারতীয় দলের ভবিষ্যৎ স্পিডস্টার? ১৫ বছর বয়সেই ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে ঝড় তুলছে সে। রোহিতের স্বপ্ন ভারতীয় দলে খেলা।

আরও পড়ুন: হাতির হানায় শীতে চলে গেল মাথা গোঁজার ঠাঁই

বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামে বাড়ি রোহিত মণ্ডলের। বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা মমতাজ বিবি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। রুটি-রুজির টানে বাবা-মা দু’জনেই দিল্লিতে পরীযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। নুন আনতে পান্তা ফুরোয় পরিবারের। পাঁচ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে দিল্লিতে গিয়েছিল রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে তার ভালবাসায় পড়ে যায় রোহিত।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এভাবেই অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন। সেখানে ভাল খেলে পঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে। এর পর সিএবি-এর অধীনে অনূর্ধ্ব ১৩ স্তরে তেঘরিয়া ক্লাবে খেলছে। দ্বিতীয় ডিভিশনের ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে। মাত্র ১৫ বছর বয়সে রোহিতের আগুনে বোলিং-এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও। শুধু বোলিং নয়, আগুনে বোলিং-এর পাশাপাশি মিডিল অর্ডারে ঝোড়ে ব্যাটিংও করতে পারে। গরিবির সঙ্গে লড়াই করে বড় হ‌ওয়া রোহিতের এখন লক্ষ্য বাংলার রঞ্জি দলে সুযোগ পাওয়া। তারপর ধাপে ধাপে জাতীয় দলে সুযোগ পেতে চায়।

জুলফিকার মোল্লা