প্রতীকী চিত্র 

Train Cancel: আজ রাত থেকে বাতিল হাওড়া শাখার বহু ট্রেন, কোন রুটের কোন কোন ট্রেন বাতিল? জানুন

*অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য বন্ধ থাকবে তারকেশ্বর স্টেশন। ট্রেন চলাচল কিছু বাতিল করা হয়েছে এমনই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন পূর্ব রেল। নতুনভাবে সেজে ওঠার কাজ চলছে তারকেশ্বর স্টেশনে। প্ররিবেদনঃ রাহী হালদার। ফাইল ছবি। 
*অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য বন্ধ থাকবে তারকেশ্বর স্টেশন। ট্রেন চলাচল কিছু বাতিল করা হয়েছে এমনই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন পূর্ব রেল। নতুনভাবে সেজে ওঠার কাজ চলছে তারকেশ্বর স্টেশনে। প্ররিবেদনঃ রাহী হালদার। ফাইল ছবি।
*তারকেশ্বরে ফুট ওভারব্রিজের কাজের জন্য শনিবার ১৪ সেপ্টেম্বর শনিবার রাত থেকে আগামিকাল ১৫ সেপ্টেম্বর রবিবার সকাল অবধি বিশেষ ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সে কারনে হাওড়া-তারকেশ্বর ও তারকেশ্বর-আরামবাগ শাখায় একাধিক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। ফাইল ছবি। 
*তারকেশ্বরে ফুট ওভারব্রিজের কাজের জন্য শনিবার ১৪ সেপ্টেম্বর শনিবার রাত থেকে আগামিকাল ১৫ সেপ্টেম্বর রবিবার সকাল অবধি বিশেষ ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সে কারনে হাওড়া-তারকেশ্বর ও তারকেশ্বর-আরামবাগ শাখায় একাধিক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। ফাইল ছবি।
*পূর্ব রেলওয়ের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, শনিবার রাতে হাওড়া -তারকেশ্বর ও তারকেশ্বর -আরামবাগ শাখায় আপ লাইনে ২টি ও ডাউন লাইনে ১টি ট্রেন বাতিল করা হয়েছে এবং রবিবার সকালে আপ লাইনে ২টি ও ডাউন লাইনে ৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অর্থাৎ শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ৬টা অবধি আপ ও ডাউন মিলিয়ে মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ফাইল ছবি। 
*পূর্ব রেলওয়ের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, শনিবার রাতে হাওড়া -তারকেশ্বর ও তারকেশ্বর -আরামবাগ শাখায় আপ লাইনে ২টি ও ডাউন লাইনে ১টি ট্রেন বাতিল করা হয়েছে এবং রবিবার সকালে আপ লাইনে ২টি ও ডাউন লাইনে ৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অর্থাৎ শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ৬টা অবধি আপ ও ডাউন মিলিয়ে মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ফাইল ছবি।
*রেলের তরফে তারকেশ্বর স্টেশনে আজ সকাল থেকে এই সংক্রান্ত ঘোষনা মাইকিং করা হচ্ছে জনসাধারণের জন্য। মাইকের পাশাপাশি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে স্টেশন চত্বরে। ফাইল ছবি। 
*রেলের তরফে তারকেশ্বর স্টেশনে আজ সকাল থেকে এই সংক্রান্ত ঘোষনা মাইকিং করা হচ্ছে জনসাধারণের জন্য। মাইকের পাশাপাশি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে স্টেশন চত্বরে। ফাইল ছবি।
*অমৃত ভারত প্রকল্পের আওতায় ইতিমধ্যে তারকেশ্বর স্টেশনে কাজ শুরু হয়েছে। নবরূপে সেজে উঠছে তারকেশ্বর স্টেশন। চলছে ফুট ওভারব্রিজের নির্মান কাজ। সেই ফুট ওভারব্রিজের কাজের জন্যেই শনিবার রাত থেকে রবিবার সকাল অবধি ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। যার কারনে আপ -ডাউন মিলিয়ে মোট ৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফাইল ছবি। 
*অমৃত ভারত প্রকল্পের আওতায় ইতিমধ্যে তারকেশ্বর স্টেশনে কাজ শুরু হয়েছে। নবরূপে সেজে উঠছে তারকেশ্বর স্টেশন। চলছে ফুট ওভারব্রিজের নির্মান কাজ। সেই ফুট ওভারব্রিজের কাজের জন্যেই শনিবার রাত থেকে রবিবার সকাল অবধি ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। যার কারনে আপ -ডাউন মিলিয়ে মোট ৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফাইল ছবি।
*যে লোকাল ট্রেন গুলো বাতিল করা হয়েছে তা হল, ১৪  সেপ্টেম্বর শনিবার আপ হাওড়া তারকেশ্বর লোকাল 37351 (23:05), আপ তারকেশ্বর আরামবাগ লোকাল 37391 (22:25) ও ডাউন আরামবাগ তারকেশ্বর লোকাল 37394 (23:15)। ফাইল ছবি। 
*যে লোকাল ট্রেন গুলো বাতিল করা হয়েছে তা হল, ১৪  সেপ্টেম্বর শনিবার আপ হাওড়া তারকেশ্বর লোকাল 37351 (23:05), আপ তারকেশ্বর আরামবাগ লোকাল 37391 (22:25) ও ডাউন আরামবাগ তারকেশ্বর লোকাল 37394 (23:15)। ফাইল ছবি।
*15 সেপ্টেম্বর রবিবার আপ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল 37411 (5:15), আপ তারকেশ্বর আরামবাগ 37385 ( 4:00 ) এবং ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল 37312 (3:50), ডাউন তারকেশ্বর শেওড়াফুলি লোকাল 37412 (4:05) ও ডাউন আরামবাগ তারকেশ্বর 37386 (4.50) লোকাল বাতিল করা হয়েছে। ফাইল ছবি।
*15 সেপ্টেম্বর রবিবার আপ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল 37411 (5:15), আপ তারকেশ্বর আরামবাগ 37385 ( 4:00 ) এবং ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল 37312 (3:50), ডাউন তারকেশ্বর শেওড়াফুলি লোকাল 37412 (4:05) ও ডাউন আরামবাগ তারকেশ্বর 37386 (4.50) লোকাল বাতিল করা হয়েছে। ফাইল ছবি।