প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত

Hooghly News: প্রবল বৃষ্টিতে ব্যাহত হুগলির জনজীবন ! কোথাও ভেঙে পড়েছে গাছ,কোথাও আবার হাঁটু সমান জল

হুগলি: হাওয়া অফিসের পূর্বাভাস অনু‌যায়ী শনিবার গভীর রাত থেকেই গাঙ্গেয় উপত্যকায় তৈরি হয়েছে গভীর নিম্নচাপের। যার ফলে শনি ও রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে হুগলি জেলা জুড়ে। উত্তরপাড়া থেকে বলাগর কিংবা আরামবাগ সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে প্রবল। রাস্তাঘাট জলমগ্ন, কোথাও ভেঙে পড়েছে রাস্তার উপরে আস্ত গাছ। প্রবল বৃষ্টিতে জেরবার জনজীবন।

আরও পড়ুন:  আরজি কর আবহের মধ্যেই হুগলিবাসীকে উৎসবে যোগদানের আহ্বান, জুনিয়ার চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ রচনার

শনিবার গভীর রাত থেকে নিম্নচাপের কারণে হুগলি জেলা জুড়ে শুরু হয়েছে প্রবাল বৃষ্টি। সকাল থেকে সেই বৃষ্টি অব্যাহত রয়েছে জেলার উত্তর থেকে দক্ষিণ সব জায়গায়। একটানা বৃষ্টিতে মাটি নরম হয়ে ভেঙে পরল গাছ।পোলবার গোটুতে রাস্তা বন্ধ।যান চলাচল ব্যহত। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জল জমেছে নিচু এলাকায়। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের গোটু ফুটবল খেলার মাঠের সামনে একটি বড় গাছ পড়ে যায় রাস্তার ওপর। চুঁচুড়া তারকেশ্বর রোড বন্ধ হয়ে যায়। বড় লরি বাস দাঁড়িয়ে পড়ে রাস্তার দুই দিকে।পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গাছ কেটে সরানোর পরেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন:  হুগলিতে মূল্যবান বিরল প্রজাতির সাপ উদ্ধার, রঙিন-বিশাল বড় অজগর দেখতে ভিড়

অন্যদিকে ব্যান্ডেল স্টেশন রোডে কার্যত বন্যা পরিস্থিতি। জলের মধ্যে দিয়ে যান চলাচল করাতে ঢেউ তৈরি হচ্ছে সমুদ্রের মতন। গোটা রাস্তায় এক হাঁটু বেশি জল। একই অবস্থা জেলার সমস্ত নিচু জায়গা গুলোতে। পুজোর আগে প্রবাল দুশ্চিন্তা ব্যবসায়িকদের কপালে। কারণ সপ্তাহ শেষে শনি ও রবিবার পুজোর কেনাকাটার দিন। সেই দিনগুলোতেই প্রবল বৃষ্টিতে যদি মানুষজন বেরোতেই না পারে তাহলে কিভাবে তাদের বাণিজ্য চলবে সেই নিয়েও রয়েছেন তারা দুশ্চিন্তায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাহী হালদার