জমা জল

  South 24 Parganas News: জল ডুবেছে কাকদ্বীপের ভুবন নগর! সমাধান চাইছেন স্থানীয়রা

কাকদ্বীপ: জমা জল পেরিয়ে গ্রামের বাসিন্দাদের যেতে হচ্ছে বাইরে। বৃষ্টি হলে জল জমার পরিমাণ বাড়ছে । বৃষ্টি থামলেও রেহাই নেই। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের ভুবন নগরে। বৃষ্টি থামার পর জল নিকাশী ব্যবস্থা সুগম না থাকায় জমা জল বের হতে পারছেনা। ফলে একপ্রকার বাধ্য হয়ে জমা জলের উপর দিয়ে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এমনকি পানীয় জল নিতে যেতে হচ্ছে এই জমা জলের উপর থেকে। স্থানীয়রা এই সমস্যা সমাধানের জন্য বড় পাইপ বসিয়ে জমা জল গ্রামের বাইরে বের করে দেওয়ার দাবি তুলেছেন।

আরও পড়ুন: এ যেন বড়সড় ট্যুরনামেন্ট! ৩২ দলের লুডো প্রতিযোগিতা দক্ষিণ বারাসাতে

এই সমস্যা প্রায় ২ বছর ধরে হচ্ছে। সমস্যা সমাধানের জন্য সমস্ত জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। এ নিয়ে স্থানীয় এক বাসিন্দা লালমোহন প্রামাণিক জানিয়েছেন, জল জমার সমস্যাটি দীর্ঘদিন ধরে রয়েছে। গ্রামে একটি পুকুর রয়েছে জল সেখান থেকে বের হতে পারছেনা। মূলত এই সমস্যার জেরে জল জমছে। দ্রুত সরকারি উদ্যোগে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা। এ নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য উমা প্রসাদ দাস জানিয়েছেন, পুকুরটি নিয়ে সমস্যা ছিল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেই সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিষয়টি তিনি জানাবেন। গ্রামের মানুষের সমস্যা সমাধানের জন্য তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

নবাব মল্লিক