Lok Sabha Election 2024: ভোটের লাইনে দাঁড়িয়ে জানতে পারলেন, তাঁরা সকলেই মৃত! অবাক কাণ্ড মালদহে!

মালদহ: ভোট দিতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ।কারণ এই প্রথম তিনি লাইনে দাঁড়িয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। তিনি জীবিত থাকলেও তাঁর নাম রয়েছে ভোটার তালিকার মৃতদের লিস্টে। হতবাক সকলে। বৃদ্ধের নাম চিত্তরঞ্জন কুন্ডু। তিনি একা নন, এই ভোটগ্রহণ কেন্দ্রে আরও বেশ কয়েকজন মহিলা পুরুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না।

দক্ষিণ মালদহের ইংরেজবাজার বিধানসভার ৮৯ ও ৯০ নম্বর বুথের অনেকেই এদিন ভোট দিতে পারলেন না। কারণ তাদের প্রত্যের নাম মৃত তালিকায় রয়েছে। কেন এমনটা হল কেউ বুঝতেই পারছেন না। প্রত্যেকেই এদিন ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু প্রিসাইডিং অফিসার তাদের ভোট নেননি। কারণ ভোটার লিস্টে মৃত তালিকায় তাদের নাম রয়েছে।

আরও পড়ুন: ঘরের এই দেওয়ালে পেরেক পুঁতলেই হবেন কোটিপতি! তবে এই ভুল করলে সব হারাবেন! জানুন

স্থানীয় ভোটার চিত্তরঞ্জন কুন্ডু। তাঁর বয়স ৮০। এই প্রথম তিনি ভোট না দিয়ে ঘুরে গেলেন বাড়ি। ভোট না দিতে পেরে কান্নায় ভেঙে পড়েন এদিন ভোটকেন্দ্রের বাইরে। অনিমা পোদ্দার নামে বছর ৬৫ এক বৃদ্ধাও এদিন ভোট দিতে পারলেন না। জীবিত থাকলেও এই ভোটারদের নাম লিস্টে মৃত তালিকায় রয়েছে। এর জন্য প্রশাসন বা নির্বাচন কমিশনকেই দায়ী করছেন ভোটাররা। চিত্তরঞ্জন কুন্ডু বলেন, আমি জীবিত তারপরও আমার নাম মৃতদের তালিকায় কী করে হয়। এর জন্য নির্বাচন কমিশন বা প্রশাসন দায়ী। তারাই ভোটার লিস্টে কিছু ভুল ভ্রান্তি করেছে।

Harashit Singha