সকালে ভোটের লাইনে মহিলা ভোটারেরা

Lok Sabha Election 2024: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রিমল! সকাল সকাল বুথমুখী ভোটরেরা

তমলুক: ২৫ মে সকাল সাতটা থেকে শুরু হয়েছে তমলুক-সহ পাঁচ জেলার আটটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রটি এবার নির্বাচনে নজরকাড়া কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন।

সকাল সকাল ভোট দিতে পুরুষ মহিলা নির্বিশেষে লম্বা লাইন তমলুক লোকসভা কেন্দ্রের নন্দকুমার বিধানসভা এলাকার খঞ্চি শ্রীনাথ প্রাইমারি স্কুলের ১৬৭ নং বুথে। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটারেরা সকাল সকাল বুথমুখী হয়েছে।

আরও পড়ুন: ছাদে পুড়ছে জলের ট‍্যাঙ্ক, ট‍্যাপ খুললেই বেরোচ্ছে আগুনের মত গরম জল! ৪ সহজ টিপসেই হবে কনকনে ঠান্ডা

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

একদিকে ২৫ মে যখন ভোট শুরু হয়েছে অন্যদিকে এদিনই আবার ঘূর্ণিঝড় রিমলের আশঙ্কা। হাওয়া অফিস সূত্রে জানা যায় শনিবার বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় ল্যান্ড ফল করবে বলেই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

আবার অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার ভোররাতের পর ল্যান্ডফল করবে । আর এরই প্রভাবে শনিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের  উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় রিমল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি ভালই প্রভাব ফেলবে পূর্ব মেদিনীপুর জেলায়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আগেই বিভিন্ন বুথে ভোটাররা তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে লম্বা লাইন দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের নন্দকুমার বিধানসভা এলাকার খঞ্চি শ্রীনাথ প্রাইমারি স্কুলের ১৬৭ নং বুথে পুরুষ ভোটের পাশাপাশি মহিলা ভোটাররাও সকাল সকাল ভোটের লাইনে।

আরও পড়ুন: সকালে চা বানাতে গিয়েই…দাউদাউ করে জ্বলে উঠল বাড়ি! বিধ্বংসী আগুন চুঁচুড়ায়

এ বিষয়ে ভোটারেরা জানান, ‘দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার আগেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চান। ভোট শুরুর আগে সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে আছে।’ প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রিমলের আশঙ্কা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক করেছে নবান্ন। একদিকে নির্বাচন অন্যদিকে ঘূর্ণিঝড় এই দুইয়ের মোকাবেলা করতে প্রস্তুত প্রশাসন।

সৈকত শী