সেই দেশগুলোর কথাই বলতে যাচ্ছি। যেখানে ভোট দেওয়া কঠোরভাবে বাধ্যতামূলক, অন্যথায় একজনের শাস্তি হতে পারে।

রাত পোহালেই ভোট! আপনার নিকটবর্তী পোলিং বুথ কোনটা? ‘এই’ ওয়েবসাইটে দেখুন

কলকাতা: মোট সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০ ও ২৫ মে এবং ১ জুন। আর নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় বারের মেয়াদে ক্ষমতাসীন হওয়ার চেষ্টা করছেন। অন্য দিকে বিরোধীরাও ভোটারদের বিকল্প প্রস্তাব দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

গোটা দেশে প্রায় সাড়ে দশ লক্ষের কাছাকাছি পোলিং স্টেশন হয়েছে। রয়েছেন প্রায় ৯৬.৮ কোটি রেজিস্টার্ড ভোটার। আর ভোটদাতারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য নিকটবর্তী পোলিং স্টেশন খুঁজে বার করাটাই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- স্প্লিট এসি কতদিন ভালভাবে চলে? AC তো কিনছেন, এই মেশিনের গড় আয়ু কত জানেন কি?

ভারতের নির্বাচন কমিশন কিছু নির্দেশিকা জারি করেছে। আর ভোটাররা যাতে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্র খুঁজে পেতে পারেন, তার জন্যই মূলত এই নির্দেশিকা। আসলে ভোটদাতাদের ভোটদানের অভিজ্ঞতা যাতে মসৃণ হয়, তার জন্যই এই ব্যবস্থা।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কীভাবে ভোটদাতারা পোলিং বুথ খুঁজে পাবেন?

অনলাইনে সন্ধান:

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই নিকটবর্তী পোলিং বুথ খুঁজে পাবেন ভোটদাতারা। এর জন্য অনলাইন ফেসিলিটি চালু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ইসিআই)। কীভাবে এটা করা যাবে।

১. প্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া-র অফিসিয়াল ওয়েবসাইট (eci.gov.in)-এ যেতে হবে।

২. এবার হোমপেজে ‘Voter Information’ অথবা ‘Voter Services’-এ যেতে হবে।

৩. এবার ‘Find Polling Station’ অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর নিজের রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র সংক্রান্ত সমস্ত তথ্য পূরণ করতে হবে।

৫. এবার নিজের পোলিং বুথের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ‘Search’ অথবা ‘Find’ অপশনে ক্লিক করতে হবে।

Voter Helpline App:

এর পাশাপাশি বেশ কয়েকটি মোবাইল অ্যাপও পোলিং বুথ সংক্রান্ত তথ্য দিতে পারে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাপ হল ‘Voter Helpline App’। যা অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা পাবেন। কীভাবে তা ব্যবহার করা যাবে।

আরও পড়ুন- এসি কেন সাদা রঙের হয়? রয়েছে বিশেষ একটি কারণ, বাড়িতে AC থাকলে জেনে নিন

১. গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে Voter Helpline App ডাউনলোড এবং ইনস্টল করতে হবে।

২. অ্যাপ ওপেন করতে হবে এবং ভোটদাতার পোলিং স্টেশন খোঁজার অপশন সিলেক্ট করতে হবে।

৩. নিজের রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র ইত্যাদির মতো প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

৪. এবার নিজের পোলিং বুথের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ‘Search’ অথবা ‘Find’ অপশনে ক্লিক করতে হবে।

এসএমএস পরিষেবা:

অনলাইন প্ল্যাটফর্ম অথবা মোবাইল অ্যাপ ব্যবহার না করতে চাইলেও ক্ষতি নেই। এসএমএস পরিষেবার মাধ্যমেও পোলিং বুথের বিষয়ে জানা যেতে পারে।

১. নির্বাচন কমিশনের নির্ধারিত নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফরম্যাটটি হল EPIC নম্বর, রাজ্যের কোড ইত্যাদি।

২. এরপর ভোটদাতার পোলিং বুথের সমস্ত তথ্য এসএমএস-এর মাধ্যমে পেয়ে যাবেন ভোটদাতারা।

ভোটার হেল্পলাইন:

পোলিং বুথ পেতে অসুবিধা হলে সমস্যা নেই। ভোটিং সংক্রান্ত প্রশ্ন থাকলে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। বলে রাখা ভাল যে, এই হেল্পলাইন নম্বরটি টোল-ফ্রি। তবে নির্দিষ্ট সময়েই তা অপারেট করা সম্ভব।