Tag Archives: Polling

North 24 Pargana News: রাত পোহালেই ভোট, দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছচ্ছেন জেলার ভোট কর্মীরা

উওর ২৪ পরগনা: দেশের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় উত্তর ২৪ পরগনা জেলায় বনগাঁ ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে করা অস্থায়ী ডিসিআরসি সেন্টারগুলিতে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। রাত পেরোলেই শুরু ভোটগ্রহণ। ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে ভোট দানের জন্য ইভিএম ব্যালট পেপার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় নথি ও জিনিস বুঝে নিচ্ছেন ভোট কর্মীরা। এরপরই পাড়ি জমাতে রওনা নির্দিষ্ট বুথে।

ভোট কর্মীদের মধ্যে অধিকাংশরই পূর্বে ভোট গ্রহণের অভিজ্ঞতা থাকলেও, কিছুটা হলেও আতঙ্কে নতুন ভোট কর্মীরা। সেই জায়গা থেকে সেন্ট্রাল ফোর্স অবশ্য বুকে বল জোগালেও, কী হবে পরিস্থিতি? কেমন হবে বুথের পরিবেশ? সব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়েও ইতিমধ্যেই টেনশন শুরু হয়েছে নতুন ভোট কর্মীদের। এবার বহু মহিলা ভোট কর্মীও ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এমন ছবি ধরা পরল বনগাঁ ভিসিআরসির সেন্টার দীনবন্ধু মহাবিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পে। পূর্বে ভোট গ্রহণ প্রক্রিয়া সামলানো ভোটকর্মীরা জানালেন, তাদের অতীতের ভোট নিতে গিয়ে নানা সম্মুখীন হওয়া সমস্যার কথা, এমনকি ভোট লুটের ভয়ংকর পরিস্থিতির কথাও।

লোকসভা নির্বাচনে এবার সম্মুখ সমরে রাজ্যের শাসক বিরোধী দুই দল। ফলে উত্তেজনার পারদ অনেকটাই চড়ে রয়েছে এই লোকসভা নির্বাচনকে ঘিরে। বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন থাকছে রাজ্য পুলিশের আধিকারিকরাও। সুষ্ঠুভাবে নির্বাচন করাতে কড়া হয়েছে প্রশাসনও। তবুও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না ভোট কর্মীদের। বনগাঁ লোকসভা কেন্দ্রে ডিসিআরসি করা হয়েছে বনগাঁ, বাগদা, গাইঘাটা ও নদীয়ার কল্যাণীতে। নদিয়ার কল্যানী ও হরিণঘাটা বিধানসভা বনগাঁ লোকসভার অন্তর্গত হওয়ায়, ওই দুই বিধানসভা এলাকায় ভোটকর্মীরা কল্যাণী ডিসিআরসি সেন্টার থেকেই নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন।

বনগাঁ মহকুমায় রয়েছে মোট ৪টি বিধানসভা। তার মধ্যে বাগদা বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ২৫৪, মহিলা ভোটারের সংখ্যা ১লক্ষ ৩৮ হাজার ২৪২ ও তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছেন ১৩জন। বনগাঁ উত্তর বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ২৪৯, মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩০bহাজার ৮১ , তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২৮জন। বনগাঁ দক্ষিণ বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৬৩, মহিলা ভোটারের ১ লক্ষ ২৮ হাজার ৩৪২, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা মাত্র ৮ জন।

অপরদিকে, গাইঘাটা বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭৫, মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৫০৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫ জন। এই ৪ টি বিধানসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৩৯ হাজার ৫১৯ জন। জেলার অপর প্রান্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভা এলাকার ভোট কর্মীরাই ভোট গ্রহণের সরঞ্জাম-সহ নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে এই ভোট কর্মীরা মোট পাঁচটি কেন্দ্র থেকে তাদের ইভিএম সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করছেন।

ব্যারাকপুর লোকসভায় মোট ১৫৯১ টি বুথের জন্য প্রায় দশ হাজার ভোট কর্মী রয়েছেন বলেই জানা গিয়েছে। যার মধ্যে মহিলা ভোট কর্মীদের সংখ্যা উল্লেখযোগ্য। সোমবার সকাল থেকেই ভোট দান প্রক্রিয়ার মাধ্যমে ব্যারাকপুর লোকসভায় মোট ১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৫ লক্ষ ৮ হাজার ৭২৮ জন ভোটার। নানা সময়ে ভোট গ্রহণ প্রক্রিয়া-সহ অতীতের নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠেছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নানা জায়গা। চলেছে গুলি, পড়েছে বোমা, প্রানহানির ঘটনাও ঘটেছে বহু। সেই সমস্ত অতীতের ঘটনা মাথায় রেখেই এবার নির্বাচন কমিশন বিশেষ নিরাপত্তারাও বন্দোবস্ত করেছে। আর তাই অতীতের এই নানা ঘটনার স্মৃতিকে পিছনে ফেলে টেনশন সঙ্গে নিয়েই ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে বুথে বুথে পৌঁছে যাচ্ছেন পঞ্চম দফায় নির্বাচনের দায়িত্বে থাকা জেলার ভোট কর্মীরা।
Rudra Narayan Roy

রাত পোহালেই ভোট! আপনার নিকটবর্তী পোলিং বুথ কোনটা? ‘এই’ ওয়েবসাইটে দেখুন

কলকাতা: মোট সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০ ও ২৫ মে এবং ১ জুন। আর নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় বারের মেয়াদে ক্ষমতাসীন হওয়ার চেষ্টা করছেন। অন্য দিকে বিরোধীরাও ভোটারদের বিকল্প প্রস্তাব দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

গোটা দেশে প্রায় সাড়ে দশ লক্ষের কাছাকাছি পোলিং স্টেশন হয়েছে। রয়েছেন প্রায় ৯৬.৮ কোটি রেজিস্টার্ড ভোটার। আর ভোটদাতারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য নিকটবর্তী পোলিং স্টেশন খুঁজে বার করাটাই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- স্প্লিট এসি কতদিন ভালভাবে চলে? AC তো কিনছেন, এই মেশিনের গড় আয়ু কত জানেন কি?

ভারতের নির্বাচন কমিশন কিছু নির্দেশিকা জারি করেছে। আর ভোটাররা যাতে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্র খুঁজে পেতে পারেন, তার জন্যই মূলত এই নির্দেশিকা। আসলে ভোটদাতাদের ভোটদানের অভিজ্ঞতা যাতে মসৃণ হয়, তার জন্যই এই ব্যবস্থা।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কীভাবে ভোটদাতারা পোলিং বুথ খুঁজে পাবেন?

অনলাইনে সন্ধান:

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই নিকটবর্তী পোলিং বুথ খুঁজে পাবেন ভোটদাতারা। এর জন্য অনলাইন ফেসিলিটি চালু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ইসিআই)। কীভাবে এটা করা যাবে।

১. প্রথমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া-র অফিসিয়াল ওয়েবসাইট (eci.gov.in)-এ যেতে হবে।

২. এবার হোমপেজে ‘Voter Information’ অথবা ‘Voter Services’-এ যেতে হবে।

৩. এবার ‘Find Polling Station’ অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর নিজের রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র সংক্রান্ত সমস্ত তথ্য পূরণ করতে হবে।

৫. এবার নিজের পোলিং বুথের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ‘Search’ অথবা ‘Find’ অপশনে ক্লিক করতে হবে।

Voter Helpline App:

এর পাশাপাশি বেশ কয়েকটি মোবাইল অ্যাপও পোলিং বুথ সংক্রান্ত তথ্য দিতে পারে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাপ হল ‘Voter Helpline App’। যা অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা পাবেন। কীভাবে তা ব্যবহার করা যাবে।

আরও পড়ুন- এসি কেন সাদা রঙের হয়? রয়েছে বিশেষ একটি কারণ, বাড়িতে AC থাকলে জেনে নিন

১. গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে Voter Helpline App ডাউনলোড এবং ইনস্টল করতে হবে।

২. অ্যাপ ওপেন করতে হবে এবং ভোটদাতার পোলিং স্টেশন খোঁজার অপশন সিলেক্ট করতে হবে।

৩. নিজের রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র ইত্যাদির মতো প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

৪. এবার নিজের পোলিং বুথের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ‘Search’ অথবা ‘Find’ অপশনে ক্লিক করতে হবে।

এসএমএস পরিষেবা:

অনলাইন প্ল্যাটফর্ম অথবা মোবাইল অ্যাপ ব্যবহার না করতে চাইলেও ক্ষতি নেই। এসএমএস পরিষেবার মাধ্যমেও পোলিং বুথের বিষয়ে জানা যেতে পারে।

১. নির্বাচন কমিশনের নির্ধারিত নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফরম্যাটটি হল EPIC নম্বর, রাজ্যের কোড ইত্যাদি।

২. এরপর ভোটদাতার পোলিং বুথের সমস্ত তথ্য এসএমএস-এর মাধ্যমে পেয়ে যাবেন ভোটদাতারা।

ভোটার হেল্পলাইন:

পোলিং বুথ পেতে অসুবিধা হলে সমস্যা নেই। ভোটিং সংক্রান্ত প্রশ্ন থাকলে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। বলে রাখা ভাল যে, এই হেল্পলাইন নম্বরটি টোল-ফ্রি। তবে নির্দিষ্ট সময়েই তা অপারেট করা সম্ভব।