জেলাশাসকের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক।

Lok sabha Election 2024: ভোট গণনার আগে কমিশনের বড় সিদ্ধান্ত! নিয়ম ভাঙলে কড়া শাস্তি জানালেন জেলাশাসক

পশ্চিম বর্ধমান : সাত দফার মেগা নির্বাচন পর্ব শেষ হবে ১ জুন। তারপর তিন দিনের মাথায় অর্থাৎ আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। যেদিকে আপাতত পাখির চোখ রাজনৈতিক মহলের।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

৪ জুন ভাগ্য গণনা হবে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের। ইতিমধ্যেই কমিশন এবং প্রশাসনিক স্তরে শুরু হয়েছে প্রস্তুতি। কিন্তু ভোট গণনার আগে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, ভোটগণনার আগে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল পশ্চিম বর্ধমান জেলায়।

আসানসোলের এডিডিএ কনফারেন্স হলে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এস পোন্নাবলমের নেতৃত্বে এই বৈঠক হয়েছে। আর সেখানে নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়! একাধিক এলাকায় বোমাবাজি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

জেলাশাসক সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন, ভোট গণনা কেন্দ্রে কোনও সরকারি কর্মী বা সরকারি পোষিত সংস্থার কর্মী কাউন্টিং এজেন্ট হিসেবে থাকতে পারবেন না। নিয়ম ভাঙলে হতে পারে তিন মাসের জেল। একইসঙ্গে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে কর্মজীবন। তাই আগে থেকে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

এছাড়াও, জানানো হয়েছে ভোট গণনা কেন্দ্রে সকাল সকাল হাজির হতে হবে কাউন্টিং এজেন্টদের। সকাল সাড়ে পাঁচটার মধ্যে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের হাজির হওয়ার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, জুবিলি মোড় সংলগ্ন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ভোট গণনা হবে আসানসোল লোকসভা কেন্দ্রের।

জানা গিয়েছে, ৭০০ থেকে ৮০০’র বেশি গণনা কর্মী থাকবেন আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য। এই কর্মীরা আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার ভোট গণনা করবেন। যার মধ্যে ইভিএমের ভোট গণনার পাশাপাশি পোস্টার ব্যালটের ভোটও থাকবে।

আরও পড়ুন: বিজেপি কর্মীকে মারধর! মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জেলা প্রশাসন সূত্রে খবর, ভোট গণনা কেন্দ্রে থাকবে ১৮৪ টি টেবিল। যার মধ্যে ১৫৫ টি টেবিলে হবে ইভিএমের ভোট গণনা। বাকি টেবিলগুলি ব্যবহার করা হবে পোস্টাল ব্যালটের ভোট গণনা এবং অন্যান্য কাজের জন্য। সরাসরি গণনার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বাড়তি আরও কিছু কর্মী থাকবেন গণনা কেন্দ্রে।

ভোট গণনার জন্য সবথেকে বেশি ২৬ টি করে টেবিল বরাদ্দ হয়েছে আসানসোল উত্তর এবং আসানসোল দক্ষিণ বিধানসভার জন্য। অন্যদিকে সবচেয়ে কম ১৮ টি টেবিল বরাদ্দ হয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভার জন্য।

নয়ন ঘোষ