নজরে কৃষ্ণনগর, আজ হাইভোল্টেজ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee: নজরে কৃষ্ণনগর, লোকসভা ভোটের আগে হাইভোল্টেজ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কৃষ্ণনগর: কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহুয়া মৈত্র। আর এবার সেই মহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগর থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে জোর কদমে চর্চা জাতীয় রাজনীতিতে। রবিবার দুপুরে কৃষ্ণনগরের ধুবুলিয়াতে এই রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র এর বাড়ি ও অফিসে সিবিআই অভিযান হয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি ইডিও তাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। যদিও ইডি এর তলবে তিনি যান নি।কেন্দ্রীয় এজেন্সির লাগাতার ব্যবহারের বিরুদ্ধে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর কেন্দ্রকেই তার প্রথম নির্বাচনী জনসভা হিসেবে বেছে নিলেন?

রাজনৈতিক মহলে তেমনটাই চর্চা। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। তারপর ইন্ডিয়া জোট আর অক্সিজেন পেয়েছে। নির্বাচন কমিশনে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি পাঠানো, আবার দিল্লিতে রবিবারের সভাতেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি পাঠানো। সব মিলিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে এক কাট্টা হয়ে নেমেছে একাধিক বিরোধী দল। আর সেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী জনসভা শুরু করতে চলেছেন এই কৃষ্ণনগর দিয়েই বলেই মনে করছে রাজনৈতিক মহল। নদীয়ার কৃষ্ণনগর থেকে তিনি যে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারকে অন্যতম ইস্যু করে সরব হবেন তাতে কোনও সন্দেহ নেই বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ আসন সমঝোতা নিয়ে কী ভাবছে সিপিএম? কোন আসনে প্রার্থী দেবে কে? বিরাট চমক আলিমুদ্দিনের আলোচনায়

আজ সকাল ১১ টা নাগাদ কলকাতা থেকে নদীয়া কৃষ্ণনগর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নদীয়ার কৃষ্ণনগরে প্রায় দু’ঘণ্টা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর রবিবার দুপুরেই তিনি কলকাতায় ফিরে যাবেন। ২০১৯ এর লোকসভা আসনে কৃষ্ণনগর কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২১ এর বিধানসভার নির্বাচনে নিরিখে ফলাফল দেখতে গেলে সেই ব্যবধান আরও বেড়েছে। তাই তৃণমূল নেতৃত্ব এই কেন্দ্র নিয়ে আশাবাদী হলেও এই কেন্দ্র থেকেই বিজেপির বিরুদ্ধে ও অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি লাগাতার ব্যবহারের ইস্যুকে সামনে রেখে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে।

পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকেও সামনে রেখে কেন্দ্রকে এই সভা থেকে আক্রমণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে রবিবার কৃষ্ণনগর থেকে নির্বাচনী জনসভা শুরু করলেও আগামী চার তারিখ উত্তরবঙ্গেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে পাঁচ দিনে আটটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গেছে যার মধ্যে জঙ্গলমহলেও দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী।