বয়স্ক বৃদ্ধা ভোটারের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন খোদ বিডিও

Lok Sabha Election 2024: প্রতি লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন! এ বারও ভোট দেবেন প্রত্যন্ত সুন্দরবনের ১১৪ বছরের বৃদ্ধা

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা : সালটা ১৯১০। তখন ভারত ইংরেজদের পরাধীনতায়।সেই সময়ই তাঁর জন্ম। নাম হাজারি সরদার।প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত বিধান পল্লির বাসিন্দা হাজারি দেবী। বর্তমানে তাঁর বয়স ১১৪ বছর। স্বামী বল্লভ সরদার অনেক আগেই প্রয়াত হয়েছেন। বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

গোসাবা,বাসন্তী,কুলতলি,ক্যানিং পূর্ব,ক্যানিং পশ্চিম,জয়নগর ও মগরাহাট পূর্ব বিধানসভা নিয়েই জয়নগর লোকসভা কেন্দ্র। মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ লক্ষ। এর মধ্যে বাসন্তী বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা তিন লক্ষের বেশি।পাশাপাশি জয়নগর লোকসভা কেন্দ্রের প্রবীণতম ভোটার হাজারি দেবী।

তিনি দেশকে স্বাধীন হতে দেখেছেন। দেখেছেন ইংরেজদের অত্যাচার। বিগত দিনে ১০ বার পঞ্চায়েত নির্বাচন,১৭ বার বিধানসভা এবং ১৭ বার লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। আগামী ১ জুন লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১১৪ বছরে বৃদ্ধা। যা সুন্দরবন তথা জেলার মধ্যে এক বিরল ইতিহাস। সম্প্রতি ১১৪ বছর বয়স্কা বৃদ্ধার কথা জানতে পেরেই তাঁর বিধানপল্লির বাড়িতে হাজির হয়েছিলেন বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার। তিনি বৃদ্ধাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করেছেন।

আরও পড়ুন :  মুক্তি পেল বনশালীর স্বপ্নের ‘হীরামান্ডি’-র ট্রেলার, দীর্ঘ বিরতির পর ফারদীন, শেখর, মনীষাকে দেখে অভিভূত দর্শকরা

তাঁর পাশাপাশি বাসন্তী বিধানসভা এলাকায় ১১৪ বছর বয়স্কা এক বৃদ্ধা ভোটার রয়েছেন। এটাও গর্ব। এছাড়াও তিনি বিগত ১৭ টি লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ বার ১৮ তম লোকসভা নির্বাচনেও তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন যাতে ইতিহাস তৈরি হবে সুন্দরবনের বুকে।