Lok Sabha Election 2024 Phase 6: ভোটের সকালেও নন্দীগ্রামে ঝরল রক্ত! এবার আক্রান্ত তৃণমূল, ভাঙচুর করা হল মোটরবাইকও

নন্দীগ্রাম: ভোটের দু’দিন আগে থেকেই বিজেপি কর্মীর মায়ের মৃত্যু ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম৷ ভোটের আগে বিক্ষোভ, বন্ধধের ডাক৷ l তারপর গত শুক্রবারও খুনের অভিযোগ ওঠে মহিষাদলে। ভোট শুরুর আগেই তৃণমূল কর্মী খুনের অভিযোগ ওঠে তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে। স্থানীয় এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বিজেপি।

এরই মাঝে এবার ভোটের দিন হিংসার অভিযোগ এল তৃণমূল শিবিরের তরফ থেকেও৷ তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বিরুলিয়ায় অরুণাভ জানান নামের এক তৃণমূল নেতাকে ভোটের সকালেই বেধড়ক মারধর করে স্থানীয় বিজেপিকর্মীদের একাংশ৷

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

তৃণমূলের অভিযোগ, তাঁদের ভয় দেখানো হচ্ছে। তাঁদের মারধর করা হচ্ছে। স্থানীয় নেতৃত্ব জানাচ্ছেন,  বুথ এলাকায় জমায়েত ছিল। সেই খবর পেয়েই এলাকায় যান অরুণাভ। সেখানেই তাঁকে মারধর করা হয়। তাঁর চোখে ও মাথায় আঘাত লেগেছে। তাঁর বাইকও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ৷

আরও পড়ুন শনিবার দেশে ষষ্ঠ দফার ভোট, ভাগ্য পরীক্ষা কানহাইয়া-দেব-বাঁসুরির! রয়েছে আরও বড় চমক

শনিবার ষষ্ঠ দফায় দেশের ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। সাত দফার মধ্যে ষষ্ঠ দফার ভোট আজ। নির্বাচনের ষষ্ঠ পর্বে ভোট হচ্ছে বিহার (৮ আসন), হরিয়ানা (১০ আসন), ঝাড়খণ্ড (৪ আসন), ওড়িশা (৬ আসন), উত্তরপ্রদেশ (১৪ আসন) এবং পশ্চিমবঙ্গ (৮ আসন) এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি (৭ আসন), জম্মু ও কাশ্মীরে (১ আসন)।

ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের কানহাইয়া কুমার। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ তিওয়ারি। নতুন দিল্লি কেন্দ্রে আপ মন্ত্রী সোমনাথ ভারতীর সঙ্গে লড়াই প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরির। হরিয়ানায় ভোটের লড়াইয়ে রয়েছেন, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, শিল্পপতি নবীন জিন্দল এবং কংগ্রেসের রাজ বব্বর।

বাংলার বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া আসনে ভোট। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন দীপক অধিকারী (দেব), অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁ, জুন মালিয়া, জ্যোতির্ময় সিং মাহাতো, নেপাল মাহাতো, প্রণত টুডু, কালীপদ সোরেন।

আরও পড়ুন: ভোট শুরুর আগেই রক্তাক্ত মহিষাদল! কুপিয়ে ‘খুন’ তৃণমূল কর্মী, উত্তপ্ত তমলুক-নন্দীগ্রাম

রাজ্যে রয়েছে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে আগামীকাল ষষ্ঠ দফা নির্বাচনে ৮ টি লোকসভা আসনের নির্বাচনের জন্য কাজে লাগানো হবে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়াতে থাকবে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ঝাড়গ্রামে থাকবে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পশ্চিম মেদিনীপুরে ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুর ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব বর্ধমান জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রে বাহিনী এবং পুরুলিয়া জেলায় ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।

এ দিকে ৮টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ২৯,৪৬৮ জন। বাঁকুড়ায় ৬৫২১, ঝাড়গ্রাম ২৪৩৬ জন, পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৯০১জন, পূর্ব মেদিনীপুর জেলায় ৭১৪ জন, পূর্ব বর্ধমান জেলায় ৭৪৩২ জন, পুরুলিয়া জেলায় ৫৪৬৪ জন। লোকসভা নির্বাচনের পাঁচ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট শনিবার। সপ্তম দফার ভোট ১ জুন। ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।