চাষীদের সাথে প্রচারের সৃজন

Lok Sabha Election 2024: প্রচারে সৃজন! কোল্ড স্টোরেজ থেকে রেললাইন, বললেন জিতলে কী কাজ করবেন

দক্ষিণ ২৪ পরগনার: যাদবপুর লোকসভার সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুর কাছারি বাজার চাষীদের কাছে গিয়ে ভোট দেওয়ার জন্য আশীর্বাদ চাইলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর কাছারি বাজারের লিচু, পেয়ারা চাষীদের কাছে গিয়ে ভোট প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সোনার তরীর কাছে ফল চাষি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। বেশ কিছু কৃষক সৃজন ভট্টাচার্যকে দেখে আপ্লুত হন। আবার বেশ কিছু চাষী তাদের বিভিন্ন অভিযোগের কথা সিপিআইএম প্রার্থীকে বলেন। প্রার্থী বললেন যদি আমি জিতি তাহলে সমস্যার সমাধান করার চেষ্টা করব । এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ভোটের দিন মানুষ ঠিক করবে। তিনি আরও বলেন গুন্ডারা, মস্তানরা নেমে পড়েছে মানুষ সমস্ত বাধা অতিক্রম করেই ভোট দেবে। নির্বাচন কমিশন সজাগ থাকুক সাংবাদিক বন্ধুরা সংবিধানে চতুর্থ স্তম্ভ আপনারাও সজাগ থাকুন মানুষ এবার ভোট দিতে পারলে যাদবপুরে এবার চমকে দেওয়ার মতো ফল হবে।

লাল ঝাণ্ডা দিকে দিকে উড়বে। বাজারে চাষীরা বিভিন্ন দাবি জানিয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন কোল্ড স্টোরেজ, সবজির জন্য হিমঘর করতে হবে লিচু ও পেয়ারা প্রসেসিং করে কত রকম কাজ করা যায় সেগুলো তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন গড়িয়া-বারুইপুর মেট্রো এক্সটেনশন ক্যানিং নামখানা লক্ষীকান্তপুর ট্রেন বাড়াতে হবে।

বারুইপুরে মহাকুমা হাসপাতালটাকে ভাল করা, বারুইপুর সদর যেটা হয়েছিল সেটাকে সেটাকে আরও উন্নত করা। মানুষের কাছে বলছি মানুষ ভাল সাড়াও দিচ্ছে। বারুইপুরে পেয়ারাও লিচু প্রসেসিং করে কত রকম কত উন্নত করা যায় তার জন্য অনেক দাবী জানানো হয় চাষীদের পক্ষ থেকে। সাংবাদিকরা প্রশ্ন করে বারুইপুর কাছারি বাজারে এত ফল চাষিরা আসে এর জন্য একটা ফলের হাফ নেই সেই কথা উত্তরের সৃজন বলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে গড়ে উঠবে ও না হাফ এখানে তৈরি করার চেষ্টা করব।

সুমন সাহা