Lok Sabha Elections results 2024

Bolpur Election Results 2024 : কেষ্টকে ছাড়াই বোলপুরে হ্যাটট্রিক তৃণমূলের, তিন লক্ষেরও বেশি ভোটে বিজেপির প্রার্থীকে হারালেন অসিত মাল

বোলপুর: বোলপুরে জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। ২০১৪ সাল থেকে বোলপুর নিজের দখলে রেখেছিল তৃণমূল। ২০১৪ সালে বোলপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন অনুপম হাজরা, ২০১৯ সালে বোলপুরে প্রার্থী হয়ে জেতেন অসিত মাল। ২০২৪ সালেও বোলপুরে জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি।

অনুব্রত মণ্ডল না থাকায় বোলপুরে কিছুটা শূন্যস্থান তৈরি হয়েছিল। তবে তা যে বাস্তবে কোনও কাজে দিল না, লোকসভার ফল তারই প্রমাণ। এ বারের লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন পিয়া সাহা। বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়েছিলেন শ্যামলী প্রধান। নিকটতম প্রতিদ্বন্দ্বী পিয়া সাহাকে ৩,২৭,২৫৩ ভোটে হারিয়ে দ্বিতীয় বারের জন্য সাংসদ হলেন অসিত কুমার মাল। বোলপুরে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৮,৫৫,৬৩৩ ভোট, পাশাপাশি পিয়া সাহা পেয়েছেন ৫,২৮,৩৮০ ভোট। তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান পেয়েছেন ৯৯,৩৮৩ ভোট।

আরও পড়ুন: ওড়িশায় বিজেপির কাছে চাপে বিজেডি, লোকসভায় পিছিয়ে থাকলেও বিধানসভায় লড়ছেন মুখ্যমন্ত্রী ‘পাপ্পু’

প্রসঙ্গত, ২০১৯-এর নির্বাচনে ১ লক্ষেরও বেশি ভোটে বিজেপির প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন অসিত মাল। সেই বার বামেরা পেয়েছিল ৯২,১৯৮টি ভোট। সেই অনুযায়ী এ বার বিজেপির ভোট কমে তৃণমূলে গেলেও, ভোট ধরে রেখেছে সিপিএম। প্রসঙ্গত, বীরভূমে ২০২১ সালের লোকসভা ভোটে ৭টি বিধানসভা আসনের মধ্যে ৭টিই নিজের দখলে রেখেছিল তৃণমূল। ২০২৪ সালের লোকসভায় জিতে আবার তৃণমূল প্রমাণ করল যে বীরভূম তাদের গড়।