Amit Shah in Darjeeling: অমিত শাহের সভা বাতিল! শিলিগুড়ি পৌঁছেও পৌঁছনো গেল না দার্জিলিঙে, ফের কারণ কপ্টার

উত্তরবঙ্গ: রবিবার দার্জিলিঙের লেবংয়ের গোর্খা মাঠে জনসভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ কিন্তু, সেই সভা বাতিল করার সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি৷ সূত্রের খবর, খারাপ আবহাওয়ার জন্য দৃশ্যমানতা কম ছিল লেবংয়ের৷ লেই কারণেই নামতে পারেনি শাহের কপ্টার৷

গত শনিবার রাতেই শিলিগুড়ি পৌঁছেছিল শাহ৷ এই নিয়ে দ্বিতীয় বার বাংলায় প্রচার করতে এসেছিলেন তিনি৷ গত শনিবারই রাজ্যে পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ৷ শিলিগুড়ির হোটেলে রাতে ছিলেন তিনি।

রবিবার সকালে বাগডোগরা থেকে হেলিকপ্টারে তাঁর দার্জিলিঙে পৌঁছনোর কথা ছিল। সকাল ১১টায় সভা শুরুর কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় তা শুরু করা যায়নি। দার্জিলিঙে পৌঁছতে পারেননি শাহ। খারাপ আবহাওয়ার কারণে তিনি বাগডোগরাতেই আটকে ছিলেন।

আরও পড়ুন: তৃণমূলের ইশতেহারকে ‘ঠাকুমার ঝুলি’ বলে কটাক্ষ! বিস্ফোরক মন্তব্য বিমান বসুর

স্থানীয় সূত্রের খবর, শাহের সভায় দার্জিলিঙের গোর্খা মাঠে জনসমাগম হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে অপেক্ষা করে ছিলেন এলাকার জনগণ। সকাল ১০টা থেকেই অনেকে পৌঁছে গিয়েছিলেন সভাস্থলে।

আরও পড়ুন: খবরদার! বাড়ির ‘এই’ ৫ জায়গায় একদম রাখবেন না তুলসী গাছ…সর্বস্বান্ত হয়ে যাবেন, কাঙাল করে দেবে এই ছোট্ট ভুল

তবে খারাপ আবহাওয়ার কারণে অমিত শাহের কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হয়নি এদিন। স্থানীয় সূত্রে খবর, কপ্টার নামার মতো আবহাওয়ার পরিস্থিতিই ছিল না দার্জিলিঙে। শাহকে সভা করতে হলে পৌঁছতে হতো সড়কপথে। তবে আবহাওয়া অনুকূল না থাকায় বিহার উড়ে যেতে হয়ে শাহের চপারকে। পুলিশ সূত্রে এমনটাই খবর৷