ইউসুফ পাঠান লোকসভা ভোটের জন্য প্রচারে

Lok Sabha Election 2024: ‘চক্ষু ছানাবড়া!’ কেন ছানাবড়া ইউসুফ পাঠানের চোখ, ভোটপ্রচারের সেই ঘটনার ভিডিও ভাইরাল

মুর্শিদাবাদ: বহরমপুর লোকসভা এ বছরের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। এবারের লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন ইউসুফ পাঠান৷  এবার ভোটের প্রচারে বেরিয়ে ইউসুফ পাঠানকে দেওয়া হল দু’কেজি সাইজের মুর্শিদাবাদ জেলার বিখ্যাত মিষ্টি ‘ছানাবড়া।’

মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা এলাকাতে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান তিনি ভোটের নির্বাচনী প্রচার করলেন। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার কে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দির ড্যাডাং মন্দিরে প্রথমে তিনি পুজো দিয়ে বেশ কিছু ওয়ার্ডে তিনি ভোটের নির্বাচনে প্রচার করেন। তখনই ইউসুফ পাঠানের হাতে বড় সাইজের ‘ছানাবড়া’ মিষ্টি তুলে দেওয়া হয়।

আরও পড়ুন – Lok Sabha Elections 2024: ভোটের মাঠে প্রতিপক্ষ ক্রিকেটার, তাই ব্যাট হাতেই ধামাল প্রচার অধীর চৌধুরী

গত ফেব্রুয়ারি মাসের ২তারিখে কান্দির গোকর্ণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হয় ছানাবড়া মিষ্টি। তবে এবার কান্দির এক মিষ্টি বিক্রেতা তিনি এই ছানা বড়া তৈরি করে ভোট প্রচারের ফাঁকে ছানাবড়া মিষ্টি তুলে দেওয়া হয়। আর মুর্শিদাবাদ জেলার বিখ্যাত ছানাবড়া মিষ্টি পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন তিনিও। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত মিষ্টি ছানাবড়া। আগেই ‘জিআই’ তকমা পেয়েছে। এই মিষ্টির কদর মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।

মিষ্টি বিক্রেতা তার কথায়, এবছর লোকসভা নির্বাচনে বহরমপুরে লড়াই করছেন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। আজকে নিজের হাতে ছানাবড়া  মিষ্টি তৈরি করে তার হাতে আমি দিতে পেরে খুবই খুশি।

তবে মিষ্টি পেয়ে ইউসুফ পাঠান তিনি জানান, রাজনীতির ময়দানে নবাবের জেলাতে এসেছি। মানুষের আর্শীবাদ ও যেভাবে ভালোবাসা পাচ্ছি তাতে আমি আপ্লুত। যে মিষ্টি তুলে দেওয়া হয়েছে আমার হাতে তা আমি ইফতারের সময় খাব।

Kaushik Adhikary