Dilip Ghosh: প্রচারের মাঝেই ছন্দপতন! বৃদ্ধের প্রশ্নে হঠাৎই মেজাজ হারালেন দিলীপ ঘোষ..কী এমন বলেছিলেন তিনি?

সোমবার বর্ধমান শহরের কালীবাজার এলাকায় চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ।সেখানেই রাস্তা দিয়ে যাওয়ার সময় বর্ধমান শহরেরই শাঁখারীপুকুর এলাকার বাসিন্দা রিটায়ার্ড সরকারী কর্মচারী বিষ্টু সরকার ক্রমাগত ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন দিলীপ ঘোষকে। প্রশ্ন শুনতেই মেজাজ হারান দিলীপ ঘোষ।

প্রবীণ ভোটার বিষ্টু সরকার বলেন, “আমার তিন হাজার টাকার মতো ওষুধ লাগে,পেপারে দেখাচ্ছে আপনারা ইলেকট্রল বন্ড নিচ্ছেন তার জন্য ওষুধের দাম বাড়ছে,আমার তিন হাজার টাকার জায়গায় ৩৫০০ টাকা লাগছে।

দিলীপ ঘোষ বলেন “ওরা বলছে আপনি বিশ্বাস করেন, ওরাও নিয়েছে বন্ড, যারা বলছে। বিষ্টু সরকারের পাল্টা সওয়াল সিপিএমই তো মামলা করল, ওরা তো টাকা নেয়নি। ওরাও তো টাকা নিয়েছে। তাহলে মামলা করল কেন? তাহলে কি ফেক দেখাচ্ছে?”