Dilip Ghosh: লাঠি ছেড়ে এবার হাতে ত্রিশূল তুলে নিলেন দিলীপ ঘোষ! একেবারে অন্য মেজাজে বিজেপি প্রার্থী..যা বললেন তারপর

দক্ষিণবঙ্গ: লাঠি ছেড়ে এবার হাতে ত্রিশূল তুলে নিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নববর্ষের সকালে তাঁকে ত্রিশূল হাতে পাওয়া গেল বর্ধমানেশ্বর শিব মন্দিরে। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ‘‘বাবার কাছ থেকেই ত্রিশূল লাভ হল। যখনই পাপ ও অশুভ শক্তির প্রভাব বেড়েছে তখনই বাবা হাতে ত্রিশূল তুলে নিয়েছেন। তাণ্ডব নৃত্য করেছেন। আমার কুলদেবতা মহাদেব, তাঁর প্রেরণায় ত্রিশূল নিয়ে অভিযান করে স্বচ্ছ ভারত ও স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক।’’

ত্রিশূল কি আত্মরক্ষার জন্য? দিলীপ বলেন, ‘‘আত্মরক্ষা নয় দেশ রক্ষা। সব রক্ষা হয়ে যাবে।’’ রবিবার সকালে বর্ধমানের কল্পতরু মাঠে প্রাতঃভ্রমণকারীদের নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। এরপর আলমগঞ্জে বর্ধমানেশ্বর শিব মন্দিরে পুজো দেন। তারপর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মন্দিরেও পুজো দেন তিনি।

আরও পড়ুন: আরও ৫ বছর বিনামূল্যে রেশন, ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা! ইস্তেহারে একের পর এক ‘গ্যারান্টি’ মোদির

অন্যদিকে বাংলা নববর্ষের দিনে বিধায়ক ও মন্ত্রীকে সাথে নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ নিজের হাতে রান্না করে পরিবেশন করে খাওয়ালেন কুষ্ঠ কলোনির বাচ্চাদের। নববর্ষের দিনে অন্যরকম মেজাজে পাওয়া যায় কীর্তি আজাদকে। সমাজের পিছিয়ে পড়া কুষ্ঠ কলোনিতে সময় কাটান প্রার্থী কীর্তি আজাদ। নিজের হাতে খাবার পরিবেশনও করেন।

আরও পড়ুন:‘এক দেশ এক নির্বাচন’ থেকে শুরু করে ‘অভিন্ন দেওয়ানি বিধি’, ভোটের ইস্তেহারে আর কোন কোন প্রতিশ্রুতি দিল বিজেপি?

দুর্গাপুর নডিহা এলাকায় রয়েছে এই কুষ্ঠ পরিবারগুলির কলোনি। তিনি বলেন, ‘‘আজ বছরের প্রথম দিন, আমাদের মতো সমাজের প্রত্যেকটা মানুষ হইহুল্লোড় করে কাটান। কিন্তু এই সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার মানুষ খুব কম, আজ আমি একজন সাধারণ মানুষ, কোন রাজনীতি করতে আসিনি এবং তাঁদের সঙ্গে এই মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।’’ এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার,পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। তারা তাদের সমস্যার কথা শোনেন এবং সকলে নিজ হাতে তাদের খাবার পরিবেশন করে দেন। এই ঘটনায় আপ্লুত কুষ্ঠ কলোনির বাসিন্দারা।