Lok sabha elections 2024: কঠিন ঠাঁই মহারাষ্ট্র! মানরক্ষার লড়াইয়ে ঠাকরে-পওয়ার…অঙ্ক কষছে শিণ্ডে-বিজেপিও, সোমবার মহারাষ্ট্রে শেষ দফার ভোটগ্রহণ

মুম্বই: জাতীয় রাজনীতিতে মহারাষ্ট্রের গুরুত্ব অপরিসীম৷ কারণ, একাধিক৷ প্রথম কারণই হল লোকসভায় মহারাষ্ট্রের আসন সংখ্যা, ৪৮৷ যা রাজ্যের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয়৷ উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের পরেই৷ ২০১৪-র লোকসভা নির্বাচন হোক কী ২০১৯-এর মহারাষ্ট্র নিয়ে বিশেষ চিন্তায় ছিল না বিজেপি৷ কারণ, বালাসাহেব ঠাকরের উত্তরসূরী উদ্ধব ঠাকরের হাত ছিল তাদের সঙ্গে৷ কিন্তু, ২০১৯ এবং ২০২৪ এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে মহারাষ্ট্রের রাজনীতিতে৷

ভেঙে দু’টুকরো হয়েছে উদ্ধবের শিবসেনা, হয়েছে শরদ পওয়ারের এনসিপি-ও৷ উদ্ধব ঠাকরে হারিয়েছে দলের নাম এবং চিহ্ন৷ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে উৎখাত করেছেন একনাথ শিণ্ডে৷ অন্যদিকে, কাকা-ভাইপোর মধ্যে উষ্মাকে ধুনো দিয়ে এনসিপিতে-ও ভাঙন ধরিয়েছে গেরুয়া শিবির৷

তা সত্ত্বেও, রাজনীতির কারবারিরা মনে করছেন, উনিশের মতো ৪৮টি আসনের মধ্যে ৪২টাই দখল করা এখন আর ততটা সহজ নয় বিজেপি জোটের কাছে৷ বরং, মাটি কামড়ে, এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ উদ্ধব-পওয়াররা৷ এর মাঝেই গড়াতে গড়াতে শেষ দফার ভোটগ্রহণে এসে দাঁড়িয়েছে মহারাষ্ট্র৷ আজ, সোমবার পঞ্চম দফায় (মহারাষ্ট্রে শেষ দফা) ভোটগ্রহণ চলছে মহারাষ্ট্রেও৷

আরও পড়ুন: রাহুল, স্মৃতি থেকে রাজনাথ! পঞ্চম দফায় উত্তরপ্রদেশে ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদের…কে করবে বাজিমাত? সেটাই দেখার

চব্বিশের লোকসভা নির্বাচনে, মহাবিকাশ আগাড়ি জোটে উদ্ধব ঠাকরের শিবসেনা লড়ছে ২১টি আসনে, কংগ্রেস ১৭টিতে এবং শরদ পওয়ারের এনসিপি ১০টি আসনে৷ অন্যদিকে, বিজেপি-র মহাযূতি জোট ক্যাম্পে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯টি আসনে, একনাথ শিণ্ডের শিবসেনা ১৫টিতে, অজিত পওয়ারের এনসিপি পাঁচটিতে৷ তারমধ্যে পরবনীতে রাষ্ট্রীয় সমাজপক্ষকে একটি আসন ছেড়েছেন অজিত পওয়ার৷

উদ্ধব-শরদের কাছে এবারের ভোট কার্যত সম্মানরক্ষার লড়াই৷ টিকে থাকার লড়াই৷ লড়াই ‘বিশ্বাসঘাতকতা’র প্রত্যুত্তর দেওয়ারও৷ এই ভোটের স্বার্থে সম্ভাজিরাও ‘লালাসাহেব’ কাকড়ে পরিবারের সঙ্গে ৫৫ বছরের শত্রুতার ইতিহাসকে শেষ করেছেন শরদ পওয়ার৷ মেয়ে সুপ্রিয়া সুলের জন্য কড়া নেড়েছেন চির শত্রু কাকড়েদের দরজাতেও৷ সুপ্রিয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, অজিত পওয়ার গোষ্ঠীর সুপ্রিয়ারই বৌদি সুনেত্রা পওয়ার৷

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

এদিকে, উদ্ধব ঠাকরে গোষ্ঠীর মূল অস্ত্রই হল ‘বিশ্বাসঘাতকতা’৷ বালাসাহেবের হাত ধরে যে একনাথ শিণ্ডের উত্থান, সেই শিণ্ডেই কি না, ক্ষমতার লোভে ছিনিয়ে নিয়ে গেল বালাসাহেবের শিবসেনার ‘চিহ্ন’! এই আবেগই বারে বারে মহারাষ্ট্রের মানুষের মাঝে ভাসিয়ে দিতে চেয়েছে উদ্ধবের গোষ্ঠী৷ এছাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম, রোজগারের সুযোগ তৈরির অভাবও তাদের প্রচারে জায়গা পেয়েছে৷

‘৪০০ পারে’র স্বপ্নপূরণ করতে মহারাষ্ট্রে সংখ্যা গরিষ্ঠ আসন পাওয়া খুব গুরুত্বপূর্ণ বিজেপি-র কাছে৷ তাই এবারের লোকসভা নির্বাচনে অন্যতম এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে মহারাষ্ট্র৷ ফলাফল অবশ্য কী হবে, তা জানা যাবে আগামী ৪ জুনই৷