Mamata Banerjee: তুমুল কটাক্ষ…বিজেপি-কে ‘কেউটে সাপে’র সঙ্গে তুলনা! মাত্র ‘৭ টাকা’ বাড়ানো নিয়ে মোদি সরকারকে তুলোধনা মমতার

কোচবিহার: বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৬ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবেন তিনি৷ আজ, বৃহস্পতিবার মমতা প্রথমে সভা করেন কোচবিহারের মাথাভাঙায়৷ সভার বক্তৃতার শুরু থেকে শেষ পর্যন্ত বারবার উঠে এসেছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রসঙ্গ৷

এদিন বাংলার বঞ্চনা নিয়ে ফের সরব হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘একশ দিনের কাজের টাকা তিন বছর ধরে দিচ্ছে না। আমরা ৫৯ লক্ষ মানুষকে দিয়েছি। এমনি টাকা দাও না। তার আবার বাড়ানো। কেন্দ্র ৭ টাকা বাড়াবে বলেছে, তোমার কথায় তো কোড ভায়োলেন্স হচ্ছে না? আমিও দেব৷ এখানে বলছি না। ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি রাজ্য তৈরি করে দিতে চায়। কমিশন যেন তাতে বাধা না দেয়। বিজেপি বললে কি ছাড়পত্র দেবেন? আমাদের এক লক্ষ আশি হাজার কোটি টাকা আটকে রেখেছে।’’

এরপরেই মমতা সপাট কটাক্ষ, ‘‘কেউটে সাপকেও বিশ্বাস করতে পারেন। তাকে পোষ মানাতে পারবেন। বিজেপিকে বিশ্বাস করবেন না।’’

আরও পড়ুন: বাড়ি আমরা করে দেব..,’ ঝড়ে ক্ষতিগ্রস্তদের কথা ভেবে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূলনেত্রী, আশ্বাস দিলেন মমতা

ক’দিন আগেই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপরেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ হিসাব করে জানিয়েছিলেন, ওই দুর্নীতির টাকা যদি বাংলার মানুষকে ফেরানো হয়, তাহলে প্রত্যেকে মাত্র ২১ টাকা করে পাবেন৷

সেই কথা তুলে ধরে বৃহস্পতিবার মাথাভাঙার সভায় মমতা বলেন, ‘‘২১ টাকা চাই না দেশ বাঁচাতে, বাংলা বাঁচাতে চাই। ইডির তুলে আনা টাকা বলছে দেবে। পাপের টাকা।’’

মাথাভাঙার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম না করেও আক্রমণ করেন মমতা৷ বলেন, ‘‘কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে নিজের উন্নয়ন করেছে। রাজার মতো থেকেছে। ৩০ গাড়ি নিয়ে ঘুরেছে। আর কোচবিহারের জন্য কিছু করেনি৷ আমাদের একজন বাবু দলে ছিল। আমাদের দলে আপদ ছিল। ওকে বের করে দিয়েছি। ও এখন বিজেপির সম্পদ। কেন্দ্রীয় পুলিশের টুপি পরে ঘুরে বেড়ায়। আমি ভিডিও চেয়েছি। অসমের সাথে কানেকশন আছে। তোমার বিরুদ্ধে কত কেস আছে? স্থানীয় নেতাদের দিয়ে দেব। তুমি নাকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? তুমি দেশের কলঙ্ক। নিজে রাজা সেজেছো। আর কোচবিহারের জন্য কিছু করোনি।’’

আরও পড়ুন: ৩ সপ্তাহের মধ্যে ৩০ লক্ষের বেশি মানুষ! লোকসভা প্রচারে তপসিলির সংলাপে জোর তৃণমূলের

কোচবিহারের শীতলকুচি কাণ্ডের সময় সেই জেলার পুলিশ সুপারের দায়িত্বে থাকা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে বীরভূম থেকে এবার প্রার্থী করেছে বিজেপি৷ সেই প্রসঙ্গ তুলে ধরেও এদিন মমতা বলেন, ‘‘যিনি শীতলকুচির হত্যাকাণ্ডের নায়ক। যার হাতে রক্ত লেগে আছে। দুটো বিভাগীয় ও ভিজিল্যান্স কেস আছে। রাজ্যের আপত্তি থাকলেও কেন্দ্র ছাড়পত্র দিয়েছে। ওকে কিভাবে প্রার্থী করল?’’