Lok Sabha Elections 2024: ভোট দিতে পারলেন না মমতার ভাই বাবুন! বুথে গিয়ে দেখলেন নাম ‘ডিলিটেড’

মধ্য হাওড়া: ভোট দেবেন বলে সকাল সকাল কলকাতার বাড়ি থেকে মধ্য হাওড়ার বুথের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, ভোট দিতে গিয়ে দেখলেন, তাঁর নামখানাই কাটা পড়ে গিয়েছে ভোটার তালিকা থেকে৷ কিন্তু, কেন? কী ভাবে বাদ গেল নাম? প্রশ্ন তুললেন বাবুনও৷

স্থানীয় সূত্রের খবর, মধ্য হাওড়ায় ৩৭ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ স্কুলে ভোট দিতে গিয়েছিলেন বাবুন৷ কিন্তু, পৌঁছে দেখেন ভোটার তালিকায় তাঁর নামের উপরে ডিলিটেড লেখা৷ অথচ, নেতার দাবি, ২০২২ সালেই নাম উঠেছিল।

এদিন নিউজ ১৮ বাংলার তরফে এনিয়ে বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগা করা হলে তিনি বলেন, ‘‘আমি তো অবাক হয়ে গিয়েছিলাম৷ সঙ্গে সঙ্গে আমি প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানাই৷ কিন্তু, উনি বলেন, নাম ডিলিটেড থাকলে তাঁর কিছু করার নেই৷ এরপরেও আমি বিভিন্ন জায়গায় বিষয়টি জানিয়েছি৷ ’’

আরও পড়ুন তেড়ে গেলেন অর্জুন! টিটাগড় থেকে কাঁচরাপাড়া, দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি নেতা, উড়ল কালো পতাকা

বাবুন জানান, হাওড়ার এসডিও সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। অনলাইনে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন ইতিমধ্যেই। কেন নাম বাদ? খোঁজ নিচ্ছে কমিশন। রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের তরফে৷

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে জনসমক্ষে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বাবুন৷ রীতিমতো সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, ‘‘যে মানুষটা হাওড়ায় প্রার্থী হয়েছেন, সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ক্লাবের এজিএমের সময় আমাকে গলাধাক্কা দিয়েছিলেন৷ আমাকে অপমান করেছিলেন৷ হাওড়ার মানুষ ওঁকে মেনে নিচ্ছেন কি না জানি না৷ এই প্রার্থী ঠিক হয়নি৷’’

এরপরেই, রাজনৈতিক মহলে হাওয়া ওঠে, হাওড়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন স্বয়ং মমতার ভাই বাবুন৷ কিন্তু, তা না হওয়াতেই ক্ষুব্ধ হন তিনি৷

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আরও বড় প্রতিশ্রুতি মমতার! বললেন, ‘ইন্ডিয়া জোটকে লিড করবে বাংলাই’

এই সমস্ত জল্পনার মাঝেই বাবুনকে নিয়ে সরাসরি মুখ খুলতে দেখা গিয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ শিলিগুড়ি থেকে ভাইকে নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করে মমতা বলেছিলেন, ‘‘আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই। আমার পরিবার সবার পরিবার। আমাদের কেউ এইরকম নয়। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমার পরিবারে বাবুন বলে কেউ আছে বলে মনে করি না। বাবুনের সঙ্গে সব সম্পর্ক আমার শেষ। আমার ভাই হিসাবে কেউ পরিচয় দেবে না।’’

অন্যদিকে, সর্বসমক্ষে মমতা সমস্ত ‘সম্পর্ক’ ছিন্ন করার বার্তা দিতেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘‘আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি ফেক নিউজ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছি। চিরদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাথে আছি।’’