Narendra Modi: একে মহুয়া, দুইয়ে অনুব্রত! বিজেপির জোড়া টার্গেট কৃষ্ণনগর-বোলপুরে আজ নরেন্দ্র মোদি, কোন অঙ্ক কষছে পদ্ম শিবির?

বোলপুর: আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিনটি সভার মধ্যে বিশেষ নজর রয়েছে দুই সভায়। কৃষ্ণনগর এবং বোলপুর। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এর আগে একাধিকবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ইস্যুতে নিশানা করেছেন শাসকদলকে। আর আজ দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে এ রাজ্যে তিন তিনটি জনসভা রয়েছে মোদির।

রাজনৈতিক পর্যবেক্ষণদের একাংশের মতে, কৃষ্ণনগর এবং বোলপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের প্রচারে এসে সভায় প্রধানমন্ত্রী কী বলেন তা, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। বোলপুর তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের খাসতালুক হিসেবে পরিচিত। সেই অনুব্রত মণ্ডল বর্তমানে তিহার জেলে বন্দি। এই প্রথম অনুব্রত মণ্ডল হীন বীরভূমে লোকসভা ভোট। অনুব্রত না থাকায় কিছুটা হলেও ছন্নছাড়া শাসক শিবির। সেই অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে আজ কী বার্তা দেন মোদি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ‘শিক্ষক দুর্নীতিতে অনেক নির্দোষও আছেন,’ বাংলায় দাঁড়িয়ে যোগ্য প্রার্থীদের বড় আশ্বাস নরেন্দ্র মোদির, কী জানালেন তিনি?

বঙ্গের পদ্ম নেতারা বারবারই ভোটের বীরভূমে অশান্তির নেপথ্যে অনুব্রত মণ্ডলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন। আর এবার প্রধানমন্ত্রীর বোলপুরের নির্বাচনী জনসভা থেকে অনুব্রত মণ্ডল ইস্যুতে মুখ খোলেন কি না, মোদি সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

পাশাপাশি, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। মহুয়া ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়াকে। যদিও মহুয়ার দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার শিকার মহুয়া বলে পাল্টা গেরুয়া শিবির কে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে। বিজেপির বিরুদ্ধে কড়া সুর শোনা গেছে মহুয়ার গলাতেও।

আরও পড়ুন: মাধ্যমিকে এখন কত নম্বর পেলে পাশ হয় জানেন? পেতে হয় আগের চেয়েও কম…একটু খাটলেই হয়ে যায় মাধ্যমিক পাশ

টাকার বিনিময়ে তৃণমূলের সাংসদের প্রশ্ন কাণ্ডে আজ প্রধানমন্ত্রীর দ্বিতীয় সভা থেকে তাঁর মুখে মহুয়া মৈত্র প্রসঙ্গ সামনে আসে কি না, সেদিকেও নজর রাজনৈতিক মহলের। বলাবাহুল্য, লোকসভা নির্বাচনকে সামনে রেখে এর আগে একাধিকবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী। আজ, শুক্রবার প্রথমে পূর্ব বর্ধমান তারপর কৃষ্ণনগর এবং সবশেষে বোলপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মোদি।