Lok Sabha Elections 2024: গণনায় যুক্ত করা হচ্ছে অস্থায়ী কর্মীদের! মালদহে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি আর কংগ্রেস

মালদহ: নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে মালদহে ভোট গগনার কাজে। এমনই অভিযোগ করলেন মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরী। একই অভিযোগ তুলে সরব মালদহ দক্ষিণের কংগ্রেস প্রার্থী ইশা খানচৌধুরীও।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

মালদহে গণনায় কারচুপির আশঙ্কা করে এবং অস্থায়ী ও  চুক্তিভিত্তিক কর্মীদের গণনায় নিয়োগের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি ও কংগ্রেস। আরও একধাপ এগিয়ে মালদহের জেলাশাসককে গণনার দায়িত্ব থেকে সরানোর দাবিও করেছেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘গণনা কেন্দ্রে যেকোনও ধরনের কারচুপির চেষ্টা ব্যর্থ করা হবে।’’ নির্বাচন কমিশনকে পাঠানো অভিযোগ পত্রের সঙ্গে অস্থায়ী গণনা কর্মীদের তালিকাও পাঠানো হয়েছে বলেও দাবি বিজেপি ও কংগ্রেসের।

আরও পড়ুন: মালদহে দু’টি লোকসভার ভোটগণনা ঘিরে প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তায় বাড়তি জোর প্রশাসনের

মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু-র অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ১৬ মার্চ। তারপর ২১ মার্চ জেলাশাসক একটি চিঠি ইস্যু করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বেশকিছু অস্থায়ী কর্মীকে গণনার কাজে নিয়োগ করা হয়েছে। অথচ, তাঁরা সরকারি কর্মী নন।

নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেই এই কাজ করেছেন জেলাশাসক। এর উদ্দেশ্য যেকোনওভাবে গণনায় কারচুপি ঘটিয়ে শাসকদলকে সহায়তা করা।

আরও পড়ুন: গণনাকেন্দ্রে সাদা পোশাকে পুলিশ! শুভেন্দুর অভিযোগের পরে কড়া সিদ্ধান্ত কমিশনের

মালদহ দক্ষিণের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী বলেন, ‘‘আমরাও একটি তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি। যেখানে দেখা যাচ্ছে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা গণনার সঙ্গে যুক্ত। বিষয়টি নির্বাচন কমিশনের গাইড লাইন বিরোধী। আমাদের দাবি সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গণনাকে নিশ্চিত করতে হবে।’’

যদিও প্রশাসনের দাবি, গণনার কাজে কোনওরকম অস্থায়ী কর্মীকে কাজে লাগানো হচ্ছে না। যে তালিকার কথা রাজনৈতিক দলগুলি বলছে তা পুরনো। এরসঙ্গে গণনাতে যুক্ত কর্মীদের তালিকার কোনও মিল নেই। গণনার কাজে স্থায়ী সরকারি কর্মীরাই কাজ করবেন। ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে।