লেভেল ক্রসিংএ আটকে আছে সাধারণ মানুষ

Lok Sabha Election 2024: যন্ত্রণার নাম রেলগেট, সমাধানের ওভারব্রিজ যেন ভোটের ‘মোয়া’

পূর্ব মেদিনীপুর: ভোট এলেই পাঁশকুড়ার মানুষ পায় রেল যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার প্রতিশ্রুতি পায়। কিন্তু ভোট মিটলেই আবার যেই কে সেই। প্রায় আড়াই দশক ধরে এই একই ছবি চলে আসছে। পাঁশকুড়া সাধারণ মানুষের এই অসুবিধাও দিন দিন গা সওয়া হয়ে গিয়েছে। এবার অন্তত ওভার ব্রিজের এই কষ্ট থেকে মুক্তি চাইছেন তাঁরা।

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন পাঁশকুড়া। দক্ষিণ-পূর্ব রেলের এই জংশনটি অন্যতম ব্যস্ত জংশন হিসাবেও পরিচিত। সারাদিন যাত্রীবাহী লোকাল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি বহু মাল গাড়ি যাতায়াত করে এই স্টেশনের ওপর দিয়ে। স্টেশন পেরিয়েই রয়েছে রেলগেট। এই রেল গেটটি পাঁশকুড়াবাসীর কাছে বছরের পর বছর যন্ত্রণার কারণ হয়ে থেকে গিয়েছে।

আর‌ও পড়ুন: সারনা ধর্মের স্বীকৃতি না মেলায় ভোট বয়কটের ডাক আদিবাসী সংগঠনের

পাঁশকুড়া স্টেশন সংলগ্ন পাঁশকুড়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে জাতীয় সড়কের মেচগ্রাম মোড় যাওয়ার পথেই রয়েছে এই রেলগেট। একবার গেটটি বন্ধ হলে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগে গেট খুলতে। সামান্য এই রাস্তা পারাপারের সময় দীর্ঘক্ষণ লেভেল ক্রসিংয়ে আটকে থাকতে হয় সাধারণ মানুষকে। রেল গেট পেরিয়েই পাঁশকুড়াবাসীকে যেতে হয় পাঁশকুড়া সুপার স্পেশালিস্টি হাসপাতাল, পাঁশকুড়া কলেজ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। কিন্তু রেলগেট বন্ধ হলেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় সময় নষ্ট হয় সাধারণ মানুষের। পাঁশকুড়ার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই জায়গায় ওভারব্রিজ বা বিকল্প কিছুর ব্যবস্থা করা হোক। কিন্তু প্রতিবার ভোট এলে প্রতিশ্রুতি দেওয়া হয় বিকল্প ব্যবস্থার। কিন্তু ভোটের পর প্রতিশ্রুতি পূরণ হয় না আর।

আবারও লোকসভা নির্বাচনের সময়ও চর্চায় উঠে এসেছে পাঁশকুড়ার এই লেভেল ক্রসিং বা রেলগেট। পাঁশকুড়া সাধারণ মানুষের দাবি, দীর্ঘ সময় লেভেল ক্রসিং বা রেলগেটে আটকে থাকায় তাঁদের কাজের ক্ষতি হচ্ছে। দীর্ঘ সময় রেলগেট পড়ে থাকায় কলেজের ছাত্রছাত্রী বা মুমূর্ষু রোগীকে নিয়ে হাসপাতালে যেতে তাঁদের প্রায় তাদের পাঁচ থেকে সাত কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয়। দীর্ঘ আড়াই দশক ধরে তাঁরা শুনে আসছে এই জায়গায় ওভারব্রিজ তৈরি হবে, কিন্তু কাজের কাজ আর কিছু হচ্ছে না।

আর‌ও পড়ুন: বৈশাখে অসময়ের চড়ক দেখতে এখানে উপচে পড়ে মানুষের ভিড়

প্রসঙ্গত বর্তমানেও রেল যন্ত্রণাকেই সঙ্গে নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের দাবি এবার ভোটের পর যেন তাদের এই সমস্যার সমাধান হয়। বিভিন্ন রাজনৈতিক তরফ থেকে পাঁশকুড়ার সাধারণ মানুষের কাছে আবারও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবার নির্বাচনের পর এই সমস্যার সমাধান করা হবে। কিন্তু রেল যন্ত্রণার হাত থেকে কবে মুক্তি পাবে পাঁশকুড়াবাসী তা সময়ই বলবে।

সৈকত শী