নদী পথে গ্রামের মেঠো আলপথ পেরিয়ে পুজো দিয়ে বুথে গিয়ে ভোট দিল রেখা

Lok Sabha Election 2024: শেষ দফা ভোটেও শিরোনামে সন্দেশখালি! রেখা পাত্রকে ভোটদানে বাধার অভিযোগ

বসিরহাট: নদীপথে গ্রামের মেঠো আলপথ পেরিয়ে, পুজো দিয়ে, বুথে গিয়ে ভোট দিলেন রেখা পাত্র। রাজ‍্য রাজনীতির শিরোনামে বছরের প্রথম থেকেই সন্দেশখালি। নিজের বুথে ভোট দেওয়ার আগে সন্দেশখালি অভিযান সংঘের রক্ষা কালী মন্দিরে পুজো দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। এর পর টোটো চেপে পৌঁছে যান কর্নেখালি ১৭১ নম্বর বুথে।

এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনেরএক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন

অভিযোগ, তৃণমূল এজেন্টরা বাধা দিয়েছেন রেখাকে। এক মহিলা সঙ্গে বুথের মধ্যে কথা বলছিলেন তৃণমূল এজেন্ট। তার প্রতিবাদ করাতেই বিজেপি প্রার্থী রেখার সঙ্গে বচসা বাধে তাঁর।

রাজ্য রাজনীতিতে বছরের প্রথম থেকে খবরের শিরোনামে থাকা সন্দেশখালি এই বসিরহাট লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। একাধিক ইস্যুতে সরগরম হয়েছে বসিরহাট। কেবল রাজ্য নয়, দেশের চোখ থাকবে এই লোকসভা কেন্দ্রের দিকেই। বর্তমান পরিস্থিতিতেও ভোটের অঙ্ক নিয়ে প্রধানত দুই ফুলেরই এবার হাড্ডা হাড্ডি লড়াই। লড়াই-এ পিছিয়ে নেই বাম শিবিরও। বসিরহাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট বরাবরই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।