পশ্চিমবঙ্গে জোর লডাই?

PM Modi-Mamata Banerjee: ‘…..তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে’ চড়া সুর মোদির ! জবাব দিলেন মমতাও, উত্তুরে ভোটের হাওয়া গরম! 

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, বালুরঘাট: উত্তরবঙ্গে শুক্রবার প্রথম দফার ভোট। তার আগে মঙ্গলবার একই দিনে ফের মোদি-মমতার সভা। উত্তরবঙ্গে মহারণ। সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাটের সভা থেকে সুর সপ্তমে মোদির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘‘আজ পুরো বাংলা বলছে। চার জুন। ৪০০ পার।’’

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির সভা থেকে বলেন, ‘‘বিজেপি ২০০ পার হবে না। জেনে রাখবেন। এবার বিজেপি জিতছে না।’’  দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে এদিন নিশানা করেন নরেন্দ্র মোদি। বলেন, ‘‘তৃণমূল দুর্নীতির খেলা খেলছে। সরকারে থেকে গুন্ডাদের ব্যবসায় মদত দিচ্ছে শাসক দল। মন্ত্রীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার হচ্ছে। এজেন্সি দুর্নীতির তদন্তে গেলে হামলা হচ্ছে।’’

আরও পড়ুন– হিজবুল্লাহ কারা? লেবাননের এই গোষ্ঠীই কি তবে হামাসকে মদত জোগাচ্ছে? জানুন বিশদে

বিজেপিকে নিশানা করে  মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলেছেন, ‘‘তিন বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। বললেন, আমার সরকার আর তোমার সরকার মিটিং করে সব ঠিক করে নেবে। শিখিয়ে দিল পার্টিকে, বলো- চোর চোর। ওরা চুরি করেছে তাই দিইনি। সব থেকে বড় চোর কারা? ’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, ‘‘তৃণমূল মোদির প্রকল্প আটকাচ্ছে। সাধারণের কাছে পাঠায় না। কেন্দ্র টাকা পাঠালে আটকে দেয়।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘তিন বছর ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। শুধু বলে দুর্নীতি হয়েছে। দুর্নীতির প্রমাণ দাও। ৩৫০ টি কমিটি পাঠিয়েছে। সব উত্তর দিয়েছি।’’

আরও পড়ুন– এই সুপারস্টারের ছবিই প্রথম ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল, ছেলে বাসেই যাতায়াত করেন, এবার নামছেন সিনেমায়

বালুরঘাটের সভা থেকে মঙ্গলবার নরেন্দ্র মোদি বলেন, ‘‘অমৃত ভারত স্টেশন হিসেবে এখন চিহ্নিত বালুরঘাট। জানুয়ারিতে বালুরঘাট-শিয়ালদহ রেল। ভাটিন্ডা-মালদা ট্রেন বালুরঘাটে যুক্ত করা হয়েছে।’’ পাশাপাশি দলিত-আদিবাসী সম্প্রদায়ভুক্তদের যদি কেউ উন্নয়ন করেছে তাহলে বিজেপিই করেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। বালুরঘাটে ৩ আদিবাসী মহিলা বিজেপি যোগ দিয়েছিলেন বলে তৃণমলের গুন্ডারা ধমকি দিয়ে তাদের হাঁটুতে বসিয়ে ক্ষমা চাওয়ায়। তৃণমূল মনে করে, দলিতরা স্বাধীন নয়। কিন্তু এই ভোট এবার বলবে, বাবাসাহেবের লোকতন্ত্রে দলিত-অদিবাসাী তৃণমূলের গোলাম নয়।’’

গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করে  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দলিতদের উপরে অত্যাচার করেছো, মণিপুরে চার্চ জ্বালিয়েছো, মেয়েদের উলঙ্গ করে ঘুরিয়েছো। আর মিথ্যা কথা বলে, সাজানো নাটক করে। সোশাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ করে। ওগুলোকে বিশ্বাস করবেন না। যেটা নিজের চোখে দেখবেন সেটা বিশ্বাস করবেন।’’ নরেন্দ্র মোদি এও বলেন, ‘‘কেন্দ্র বাংলাকে টাকা পাঠালে তৃণমূল সরকার তা আটকে দেয়। কারণ গরিবরা সব সুবিধা পেলে, তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে। তাই তৃণমূল মিথ্যাচার করছে।’’