রচনা বন্দ্যোপাধ্যায় ও তার স্বামী প্রবাল বসু

TMC Rachana Banerjee: ভোটই আবার কাছে আনল! মনোনয়নে রচনার পাশেই ছিলেন, স্বামী প্রবাল বসু কী করেন? কোথায় থাকেন তিনি? জানুন অজানা তথ্য

*ভোটের মরশুমে ফের ঘনিষ্ঠতা বেড়েছে স্বামী-স্ত্রীর। ২০০৭ সালে বিয়ে তারপর থেকে একটা বড় সময় আলাদা থাকা। সিঙ্গেল মাদার হয়েই ছেলেকে মানুষ করা। সম্পর্কের টানাপোড়ন থাকলেও একে অপরকে ডিভোর্স দিয়ে দেননি কখনই। অবশেষে ভোটের সময় আবারও একসঙ্গে দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী প্রবাল বসুকে। প্রতিবেদনঃ রাহী হালদার। সংগৃহীত ছবি। 
*ভোটের মরশুমে ফের ঘনিষ্ঠতা বেড়েছে স্বামী-স্ত্রীর। ২০০৭ সালে বিয়ে তারপর থেকে একটা বড় সময় আলাদা থাকা। সিঙ্গেল মাদার হয়েই ছেলেকে মানুষ করা। সম্পর্কের টানাপোড়ন থাকলেও একে অপরকে ডিভোর্স দিয়ে দেননি কখনই। অবশেষে ভোটের সময় আবারও একসঙ্গে দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী প্রবাল বসুকে। প্রতিবেদনঃ রাহী হালদার। সংগৃহীত ছবি।
*পেশায় ব্যবসায়ী প্রবাল বসু। ওড়িয়া সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, রচনা বিয়ে করেন প্রবাল বসুকে। তবে সেই বিয়ের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। ২০১৬ সালে রচনা ও প্রবাল একে অপরের থেকে আলাদা হয়ে যান। যাকে বলা চলে সেপারেশন। তবে তারা ডিভোর্স দেননি একে অপরকে। সংগৃহীত ছবি। 
*পেশায় ব্যবসায়ী প্রবাল বসু। ওড়িয়া সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, রচনা বিয়ে করেন প্রবাল বসুকে। তবে সেই বিয়ের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। ২০১৬ সালে রচনা ও প্রবাল একে অপরের থেকে আলাদা হয়ে যান। যাকে বলা চলে সেপারেশন। তবে তারা ডিভোর্স দেননি একে অপরকে। সংগৃহীত ছবি।
*এক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দিতে চান রচনা। কারণ কোনও কম্প্রোমাইজে কখনই তিনি যেতে পারেননি, সেই কারণেই তার বৈবাহিক সম্পর্ক খুব একটা ভাল হয়নি। তবে মা হিসেবে ১০০/১১০ নম্বর দিতে চান রচনা নিজেকে। কারণ ছেলে প্রণীল বসুকে নিজের মতো করে মানুষ করেছেন রচনা। সংগৃহীত ছবি। 
*এক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দিতে চান রচনা। কারণ কোনও কম্প্রোমাইজে কখনই তিনি যেতে পারেননি, সেই কারণেই তার বৈবাহিক সম্পর্ক খুব একটা ভাল হয়নি। তবে মা হিসেবে ১০০/১১০ নম্বর দিতে চান রচনা নিজেকে। কারণ ছেলে প্রণীল বসুকে নিজের মতো করে মানুষ করেছেন রচনা। সংগৃহীত ছবি।
*২০১৬ সালের পর থেকে প্রবাল ও রচনার সম্পর্কে টানাপড়েনের আঁচ তারা পড়তে দেননি ছেলের উপরে। সেপারেশন এর পর থেকে প্রবাল একজন ভাল বন্ধু হিসাবে সবসময় পাশে ছিলেন রচনার। দীর্ঘ সময় আলাদা থাকলেও ছেলের জন্য যাতায়াত করতেন একে অপরের বাড়িতে। এরই মধ্যে ২০২২ সালে একটি পুজোর প্যান্ডেলে রচনা, প্রবাল ও প্রণীলকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সংগৃহীত ছবি। 
*২০১৬ সালের পর থেকে প্রবাল ও রচনার সম্পর্কে টানাপড়েনের আঁচ তারা পড়তে দেননি ছেলের উপরে। সেপারেশন এর পর থেকে প্রবাল একজন ভাল বন্ধু হিসাবে সবসময় পাশে ছিলেন রচনার। দীর্ঘ সময় আলাদা থাকলেও ছেলের জন্য যাতায়াত করতেন একে অপরের বাড়িতে। এরই মধ্যে ২০২২ সালে একটি পুজোর প্যান্ডেলে রচনা, প্রবাল ও প্রণীলকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সংগৃহীত ছবি।
*রচনা লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পরে ফের রচনার পাশে দেখা যায় তার স্বামী প্রবালকে। এমনকি মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে রচনা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে বলেন তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে তিনি এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। বর্তমান সময়ে যখন নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন রচনা, সেই সময় বাড়ির দায়িত্ব, ছেলের দায়িত্ব এমনকি রচনার যে বুটিকের ব্যবসা রয়েছে, সেই সব সামলানোর দায়িত্বও রয়েছে প্রবালের উপরে। সংগৃহীত ছবি। 
*রচনা লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পরে ফের রচনার পাশে দেখা যায় তার স্বামী প্রবালকে। এমনকি মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে রচনা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে বলেন তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে তিনি এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। বর্তমান সময়ে যখন নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন রচনা, সেই সময় বাড়ির দায়িত্ব, ছেলের দায়িত্ব এমনকি রচনার যে বুটিকের ব্যবসা রয়েছে, সেই সব সামলানোর দায়িত্বও রয়েছে প্রবালের উপরে। সংগৃহীত ছবি।
*সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন রচনা ও প্রবাল একসঙ্গে। প্রবালকে জিজ্ঞাসা করা হয়, একজন সফল পুরুষের পেছনে সব সময় একজন মহিলা থাকে। সে ক্ষেত্রে রচনার মতো সফল মহিলার পেছনে তার কতটা অবদান রয়েছে? এই প্রশ্নের উত্তরে প্রবাল জানান, রচনা একজন স্বাধীনচেতা মহিলা। তিনি নিজে নিজের সমস্ত কাজ করেন। কখনই তার খুব একটা সাপোর্টের প্রয়োজন পড়েনি। তিনি আরও বলেন, অভিনয় জগত থেকে রাজনীতির ময়দান সব জায়গাতেই রচনা হবেন 'নম্বর ১'। সংগৃহীত ছবি।
*সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন রচনা ও প্রবাল একসঙ্গে। প্রবালকে জিজ্ঞাসা করা হয়, একজন সফল পুরুষের পেছনে সব সময় একজন মহিলা থাকে। সে ক্ষেত্রে রচনার মতো সফল মহিলার পেছনে তার কতটা অবদান রয়েছে? এই প্রশ্নের উত্তরে প্রবাল জানান, রচনা একজন স্বাধীনচেতা মহিলা। তিনি নিজে নিজের সমস্ত কাজ করেন। কখনই তার খুব একটা সাপোর্টের প্রয়োজন পড়েনি। তিনি আরও বলেন, অভিনয় জগত থেকে রাজনীতির ময়দান সব জায়গাতেই রচনা হবেন ‘নম্বর ১’। সংগৃহীত ছবি।