সুনীল সাহা

Lok Sabha Elections 2024: আজব রঙ্গ! ভোটার তালিকায় মৃত, ভোট দিতে পারলেন না সুনীল সাহা

আলিপুরদুয়ার: জীবিত মানুষ ভোটার তালিকাতে মৃত। এই বিড়ম্বনার কারণে আর ভোট দিতেই পারলেন না জটেশ্বরের সুনীল সাহা। প্রথমদফার ভোটে আলিপুরদুয়ারের জটেশ্বর এলাকায় ভোট দিতে গিয়েছিলেন তিনি। সকালে ভোট না দিয়ে দুপুরের দিকে ভোট দিতে যান তিনি। কিন্তু ভোট দিতে গিয়েই তিনি যা দেখেছেন তা দেখে মেজাজ হারিয়ে ফেলেন সুনীল সাহা।

৭০ বছর বয়সী সুনীল সাহাকে হয়রানির শিকার হতে হয়।ভোটার তালিকায় স্পষ্ট লেখা রয়েছে তিনি মৃত।এই বিষয়ে সুনীল সাহা জানান, “১৯৭২ সাল থেকে ভোট দিচ্ছি। বর্তমান বয়স ৭০ বছর। কেন্দ্রে যেতেই বলছে আমি ভোট দিতে পারবনা। আমি নাকি মৃত। ভোটার তালিকা খতিয়ে দেখা তো আমাদের কাজ নয়। কে এই কাজ করল তাকে আমি খুঁজছি।”

আরও পড়ুন – Birbhum News: আগুন তাতে দমে গেছেন ট্যুরিস্টরাও! সোনাঝুরির হাটে এ কী হতশ্রী হাল

ভোটকেন্দ্রে গিয়ে শুনেছেন যখন তিনি মারা গিয়েছেন। তাই ভোট দিতে দেওয়া হবে না তাকে।

কাগজে-কলমে তিনি মৃত। তাই ভোটাধিকার নেই। এই শুনেই তিনি তাজ্জব হয়ে যান। ভোট কেন্দ্র থেকে ফিরে আসেন সুনীল সাহা। ভোট না দিতে পারার দুঃখ রয়ে গিয়েছে তাঁর।
Annanya Dey