২০ মিনিটেই ১ বিঘা জমির ধান কাটা ও ঝাড়াই হচ্ছে বসিরহাটে

Modern Technology to Harvest: মাত্র ২০ মিনিটেই ১ বিঘা জমির ধান কেটে ঝাড়াই হয়ে গোলায় উঠে যাচ্ছে!

উত্তর ২৪ পরগনা: ধান কাটতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বসিরহাটে। মাত্র ২০ মিনিটে এক বিঘা জমির ধান কাটা ও ঝাড়াই করে ফেলছে অত্যাধুনিক মেশিন। ফলে ব্যাপক খুশি কৃষকরা। সময়ের সঙ্গে বাঁচছে অর্থ’ও।

গ্রীষ্মের দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। এমন পরিস্থিতিতে মাঠে ধান কাটতে চাইছেন না খেতমজুররা। তবে অত্যাধুনিক এক যন্ত্র সেই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে। এই যন্ত্র দিয়ে মুহূর্তের মধ্যে ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের কাজ করে ফেলতে পারছেন কৃষকরা। এতে তাঁদের খরচ যেমন কম হচ্ছে তেমনই অনেকটা সময় বাঁচছে।

আর‌ও পড়ুন: তৈরি হয়ে পড়ে আছে সুন্দর সুন্দর ওয়াটার রিজার্ভার, কিন্তু চালু হবে কবে?

এমনিতে অন্যান্য জিনিসের দাম যেমন বেড়েছে তেমনিই বেড়েছে খেতমজুরদের মজুরি। সেই বর্ধিত মজুরি দিয়ে কাজ করে দিনের শেষে কৃষকদের আর লাভ থাকে না। কিন্তু এই যন্ত্র এসে যাওয়ায় সেই সমস্যারও অনেকটাই সমাধান হয়েছে। পাশাপাশি ধান কাটার কাজে শ্রমিকেরও আর বিশেষ একটা দরকার হচ্ছে না। এই আধুনিক যন্ত্রের মাধ্যমে মাত্র ২০ মিনিটে এক বিঘা জমির ধান কেটে ঝাড়াই করা যাচ্ছে।

এমন আধুনিক যন্ত্র বসিরহাটের ঘোড়ারাস, গোপালপুর এলাকায় চাষিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় এক যুবকের উদ্যোগে ভিন জেলা থেকে চাষের এই আধুনিক যন্ত্রের মাধ্যমে শ্রমিকরা ধান কাটতে ও ঝাড়াই করতে পারছেন। আধুনিক যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অল্প ব্যয়ে মাঠের ফসল অনায়াসে ঘরে তুলতে পারছেন। একদিকে বিভিন্ন সাইক্লোনের ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হত। এই যন্ত্র এসে যাওয়ায় বিপর্যয়ের পূর্বাভাস থাকলেই মুহূর্তের মধ্যে ধান কেটে ঘরে তুলে ফেলতে পারবেন কৃষকরা। ফলে এখন থেকে ক্ষতির আশঙ্কাও অনেকটা কমে গেল।

জুলফিকার মোল্যা