দেব (প্রতীকী ছবি)

Lok Sabha Elections 2024: লাল পাঞ্জাবিতে মঞ্চে দেব, যা করলেন রাজনৈতিক এই ব্যক্তিত্ব…! অবাক সকলে

ডেবরা: রবিবার ছিল বাংলা নববর্ষ। বাংলার নতুন বছরকে বরণ করেছে আপামর বাঙালি। তবে এ দিন সন্ধ্যার কিছুটা পরে তিনি এলেন একটি লাল পাঞ্জাবি পরে। মঞ্চে ধামসা মাদলের তালে পা মেলালেন আদিবাসী নৃত্যের সঙ্গে। নববর্ষের দিন ভোট প্রচারে এসে এক অন্য আঙ্গিকে দেখা গেল ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে।

ধামসা মাদল বাজালেন ডেবরা ব্লকের তৃণমূলের সভাপতি, ধামসার তালে তালে আদিবাসী নৃত্যে নববর্ষের সন্ধ্যা কাটালেন ঘাটালের প্রার্থী দেব। তবে মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক মারদাঙ্গার কোনও কথাবার্তা নয়, তিনি সকলের উদ্দেশ্যে দিলেন সাবধানতা ও শান্তির বার্তা।

আরও পড়ুনঃ পাইলসের যন্ত্রণা কমে মুহূর্তে, দাঁত ব্যথা-লিভারের সমস্যার ছুটি, গরমে ২-৪ টুকরো সুস্বাদু এই ফল রোজ মাস্ট

এ বারের লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বেশ হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূল প্রার্থী দু’বারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণকে। স্বাভাবিকভাবে জোর লড়াই হবে লোকসভা নির্বাচনে। কে জেতে, তা তো সময় বলবে? তবে দুই দলই প্রচারে ব্যস্ত।

রবিবার সারাদিন মান রবিবাসরীয় প্রচারে ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। সন্ধ্যায় ডেবরা ব্লকের জালিমন্দা পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন দেব। মঞ্চে উঠে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাধারণ মানুষকে দিলেন শান্তির বার্তা। যে, যে রাজনৈতিক দলকেই ভোট দিন না কেন সকলেই যেন সুস্থ থাকেন এবং মিলেমিশে থাকেন, নববর্ষের দিন ভোটের প্রচারে এসেও এমনই বার্তা দিলেন বিদায়ী সাংসদ।

ভোট প্রচারে একটি লাল পাঞ্জাবি পরে বাঙালি বেশে এসেছিলেন দেব। তবে মঞ্চে আদিবাসী নৃত্যে মহিলাদের সঙ্গে পা মেলালেন তিনি। আনন্দে কাটালেন নববর্ষের সন্ধ্যা। শুধু তাই নয় মাদল বাজালেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি প্রদীপ কর। স্বাভাবিকভাবে শুধু নির্বাচন নয়, মানুষের মধ্যে জনসংযোগের অন্যতম রূপ নিল নববর্ষের সন্ধ্যা। তবে কে জিতবে? তা বলবে সময়। নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মন পেতে মরিয়া সব রাজনৈতিক দল।

রঞ্জন চন্দ