লোকসভা ভোটের প্রথম দফা

Lok Sabha Elections 2024: কোথাও ছুটল গুলি কোথাও পাথর…! লোকসভা ভোটের প্রথম দফায় বাংলায় ৬৭% ভোট পড়ল দুপুর পর্যন্ত! কোথায় কত ভোটদান?

কলকাতা: দেশ জুড়ে চরম তাপপ্রবাহের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম দফা। ৭ দফার ভোটে, প্রতি দফাতেই ভোট রয়েছে বাংলায়। শুক্রবার প্রথম দফায় ভোট হচ্ছে বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।

মূলত উত্তরবঙ্গ কেন্দ্রিক এই প্রথম দফায় রাজ্যে অশান্তির নিরিখে এখনও পর্যন্ত ‘এপিসেন্টার’ সেই কোচবিহার। শুরু থেকেই নজর ছিল শীতলকুচি-সহ সামগ্রিক কোচবিহারের দিকে। বেলা গড়াতে দেখা গেল বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও ছুটল গুলি কোথাও পাথর।

এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৩ টের মধ্যে প্রায় ৬৬. ৩৪% ভোট পড়ল বাংলায়! ত্রিপুরায় ভোট পড়েছে ৬৮.৩৫ শতাংশ। অসমে ৬০.৭০ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে কমিশনের তথ্য অনুযায়ী বেলা তিনটে অব্দি সবথেকে কম ভোট পড়েছে বিহারে, ৩৯.৭৩ শতাংশ।

রাজ্যের তিন জেলার মধ্যে আলিপুরদুয়ারে ৬৬.২৩ শতাংশ ভোট পড়েছে, জলপাইগুড়িতে ৬৭. ২৮শতাংশ, কোচবিহারে ৬৫.৫৪ শতাংশ। অল্প বিস্তর অশান্তির মধ্যেই চলছে দিনের শেষ পর্যায়ের ভোটগ্রহণ।