দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড 

Lok Sabha Elections 2024: পাহাড়ের পর্যটনের ‘স্তম্ভ’, এবারের ভোটে কী চাইছেন দার্জিলিংয়ের এই মানুষেরা? জানলে অবাক হবেন

দার্জিলিং: পর্যটনের শহর পাহাড়ের রানি। আর এই পর্যটনের মূল শক্তি হল গাড়ির চালকরা। দার্জিলিংয়ে সব মিলিয়ে প্রায় হাজার দুয়েক ট্যাক্সি রয়েছে। প্রতিদিন বহু লোক তাদের উপর নির্ভর করে দার্জিলিংয়ে যাতায়াত করছেন। পাহাড়ের পর্যটন নির্ভর করে এই গাড়ির চালকদের উপর।

প্রতিনিয়ত পাহাড়ে পর্যটকদের ভিড় হচ্ছে। গাড়ির সংখ্যাও প্রচুর বেড়েছে। ফলে পাহাড়ে গাড়ির যানজটের সমস্যাও হচ্ছে প্রচুর। দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে অনেক কিছুই জানা গেল। পাহাড়ে তাঁদের কতটা সমস্যা হচ্ছে? এবার লোকসভা ভোটে তাদের কি চাওয়া পাওয়া সে সমস্ত কিছুই জানলেন তাঁরা।

আরও পড়ুন: ফের এল ভোট, তবু জুটল না ঘর! কে দেবে মাথার ছাদ? প্রশ্ন শৌচালয়ে দিন কাটানো বৃদ্ধার

দার্জিলিংয়ের ট্যাক্সিচালক প্রীতম প্রধান বলেন, “শহরের আর পাঁচটা সমস্যার মধ্যে অন্যতম যানজট। পাহাড়ি শহরে ঢোকার মুখে জোড়বাংলো থেকেই যানজটের মুখে পড়তে হয়। দিন দিন দু’চাকা এবং চার চাকার গাড়ির সংখ্যা বাড়ছে। বাড়ছে দোকানপাটের সংখ্যা। সেই সঙ্গে তীব্র হচ্ছে যানজট। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবেই বাড়ছে এই পরিস্থিতি।”

আরও পড়ুন: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC, বিদ্যুতের বিল বাঁচাতে কোনটা কেনা বুদ্ধিমানের? আসল রহস্য জানুন

সাধারণ বাসিন্দা থেকে পর্যটক নাকাল হচ্ছেন সকলকেই। একাধিক রাস্তায় একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হলেও সমস্যা মিটছে না। তাই তাঁদের দাবি, এর একটা সুরাহা করা চাই। পাহাড়ে এই সমস্যা দীর্ঘদিন থাকলে পর্যটকেরা দার্জিলিং না আসতে চাইলে করুন অবস্থা হবে সকলের। তাই এর একটা সু ব্যবস্থা চান তাঁরা।

অন্যদিকে, আরেক ট্যাক্সি চালক দীপেন রাওয়াত বলেন, ”পাহাড় পুরোটাই পর্যটন নির্ভর। পর্যটকেরা এলে তবেই আমাদের পেট চলে। তাই পাহাড়কে সুন্দর রাখতে হবে। আমার চাই সবুজ পাহাড়। পাহাড়কে সুন্দর রাখতেই হবে। ২ – ৩ ঘণ্টার রাস্তা আসার জন্য যদি দ্বিগুণ সময় লাগে তাহলে আর কেউ পাহাড়ে আসতে চাইবে না। তাই যানজট মুক্ত করতে একটা অলটারনেটিভ রাস্তা হওয়া উচিত।” পাহাড়কে ভাল রাখতে হবে। তাহলেই আমরা ভাল থাকব। আর তার জন্য এই সমস্যাগুলির সমাধান দরকার।

অনির্বাণ রায়