দিলীপ ও সুকান্ত 

East Bardhaman News: গরমের হাত থেকে বাঁচতে সুকান্তকে পাশে নিয়ে এ কী করলেন দিলীপ! তাজ্জব সকলে… 

পূর্ব বর্ধমান: গরমের হাত থেকে বাঁচতে এটা কী করলেন দিলীপ ঘোষ! দিলীপ ঘোষের এহেন কার্যকলাপ দেখে আপনারাও অবাক হবেন। তবে দিলীপ ঘোষ এক নয়, সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, ভোটের মরসুম চলছে আর এই মরুসুমে তাপমাত্রাও তুঙ্গে। গরমের জেরে নাজেহাল হয়ে উঠছেন সাধারণ মানুষ। বেলা বাড়লেই বাড়ছে লু-এর দাপট। সকাল ১০ টার পর থেকে আর যেন বাইরে বেরনোই যাচ্ছে না।

তীব্র গরম আর আর লু-এর দাপটে ওষ্ঠাগত হয়ে উঠছে প্রাণ। তবে তাপমাত্রা তুঙ্গে থাকলেও, আর কয়েকটা দিন পরই যে পূর্ব বর্ধমান জেলায় শুরু হবে ভোট। তাই ভোটের মরসুমে তীব্র গরম তাপমাত্রাকে উপেক্ষা করেই প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সেরকমই প্রচারে খামতি রাখছেন না দিলীপ ঘোষও।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দাপুটে নেতা দিলীপ ঘোষকে। আর এই নাম ঘোষণা হওয়ার পর থেকেই নিজের লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় জোরকদমে প্রচার চালাচ্ছেন দিলীপ ঘোষ। প্রচার চলাকালীন বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় প্রচারে চমক দিতেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকে।

আরও পড়ুন: রাহুলের পাশে মমতা! কংগ্রেস নেতার সপক্ষে মোদির বিরুদ্ধে তোপ, তুমুল কটাক্ষ তৃণমূলনেত্রীর

কখনও লাঠি খেলা দেখিয়ে, আবার কখনও ব্যাট হাতে ক্রিকেট খেলে তিনি তাক লাগিয়েছেন। সবমিলিয়ে তীব্র রোদ গরম থাকলেও দিলীপ ঘোষ যেন থেমে নেই। সেরকমই এদিন শুক্রবারেও দিলীপ ঘোষের এক নতুন ছবি ধরা পড়ল। এই তীব্র রোদ , গরমের হাত থেকে নিস্তার পেতে অভিনব ভাবে দেখা গেল দিলীপ ঘোষকে।

প্রসঙ্গত, এদিন শুক্রবার বর্ধমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ছিল। হাজার হাজার মানুষের জনসমাগম হয়েছিল উক্ত জনসভায়। বর্ধমানে প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতা, কর্মী, সমর্থকেরা। আর এদিন এই জনসভা শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পরে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে একসঙ্গে দেখা যায়। দু’জনকে দেখা যায় একসঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করতে।

আরও পড়ুন: কাজ করবে দিলীপ ঘোষের ক্যারিশমা, নাকি সুযোগ বুঝে ছক্কা হাঁকাবেন কীর্তি? অঙ্কে কে এগিয়ে কে পিছিয়ে বর্ধমান-দুর্গাপুরে

গরমের হাত থেকে নিস্তার পেতে পান্তা ভাত খান দিলীপ এবং সুকান্ত। তবে শুধু পান্তা ভাত নয়, পান্তা ভাতের সঙ্গে ছিল মাছ ভাজা এবং মন্তেশ্বর বাজার থেকে আনা টাটকা কলমি শাক ভাজা, আচার, কাঁচা পিঁয়াজ এবং ছাতু। ইতিমধ্যেই এই পান্তা ভাত খাওয়ার ছবি দিলীপ ঘোষ তাঁর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার ও করেছেন।

দিলীপ ঘোষের সোশ্যাল মিডিয়ায় পান্তা ভাতের ছবির সঙ্গে দেওয়া বর্ণনা অনুযায়ী, “প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে, লু কাটাতে ভরসা পান্তা ভাত। কৃষকরাও এই তপ্ত দুপুরে ধানক্ষেতে বসে পান্তা দিয়েই মধ্যাহ্ন ভোজ সারেন। তাই সুস্থ থাকতে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের দুপুরের খাবারেও পান্তা।”

জানা যায়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুণ সুকান্ত বাবুর সঙ্গে দিলীপ বাবুর বহুদিন দেখা হয়নি। তবে এদিন বর্ধমানে বহুদিন পর দুজনের দেখা হয়। আর প্রধানমন্ত্রীর জনসভায় দেখা হওয়ার পর এদিন দুপুরে পান্তা দিয়েই দুপুরের আহার সারলেন দুজনে।

বনোয়ারীলাল চৌধুরী