লোকসভা নির্বাচন নিয়ে বসিরহাটের সীমান্ত এলাকার মানুষ কি ভাবছে!

Lok Sabha Election 2024: কোন দল নিয়ে কী ভাবনা? ভোটের আগে বসিরহাটের সীমান্তের মানুষ কী বলছেন?

বসিরহাট: ইছামতী নদীর এপারে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ এবং অপর প্রান্তে প্রতিবেশী দেশ বাংলাদেশের সাতক্ষীরা। আর এই নদীর মাঝ বরাবর অবস্থিত ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ চতুর্থ দফা লাইভ

হিঙ্গলগঞ্জের সীমান্ত সুন্দরবন এলাকা যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অর্ন্তগত। যেখানে একদিকে তৃণমূলের পোড়খাওয়া রাজনৈতিক প্রার্থী হাজী নুরুল ইসলাম, অপরদিকে সন্দেশখালির মাটিতে আন্দোলনের মুখ হিসাবে উঠে এসে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র। পাশাপাশি সন্দেশখালির মাটি থেকে বাম প্রার্থী নিরাপদ সরদার।

আরও পড়ুনAlipurduar News: জাতীয় সড়কে যান চলাচল আটকে দিল হাতির দল

তবে এবার বসিরহাট লোকসভার প্রত্যন্ত এলাকার সীমান্ত- সুন্দরবন এলাকার মানুষ লোকসভা নির্বাচন নিয়ে অনেকেই পরিবর্তন চাইছেন। আবার কেউ রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের দাবি জানিয়ে রাজ্য তৃণমূলের পাশে থাকার কথা বলছেন। আবার কেউ কেউ তৃণমূল কিংবা বিজেপি নয় হাল ফেরাতে বামকে ফেরাতে চাইছেন।

তবে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সেখানে ভোট প্রচারের পারদ ঊর্ধ্বগতির মত জয়ের পারদে কে শীর্ষে থাকেন তা সময়ই বলবে।

জুলফিকার মোল্যা