Sayani Ghosh

Lok Sabha Elections 2024: যাদবপুর লোকসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই, কার পাল্লা ভারী সেই নিয়েই চুলচেরা বিশ্লেষণে রাজনৈতিক মহল

কলকাতা: মাঝে আর দুটো দিন। তার পরেই সপ্তম দফার লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে কয়েকটি উল্লেখযোগ্য কেন্দ্র রয়েছে, যেমন যাদবপুর, উত্তর কলকাতা এবং দমদম লোকসভা কেন্দ্র। এর মধ্যে অঙ্কের হিসাবে সব থেকে গুরুত্বপূর্ণ যাদবপুর লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার মধ্যে অন্তত তিনটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস গত ২০১৯ সালের লোকসভা ভোটে খুব ভালো ফল করেছিল।এবার সেই প্রাপ্ত ভোট নিয়েই রাজনৈতিক দলগুলি চুলচেরা বিশ্লেষণ করছে।

যাদবপুরে এবার চতুর্মুখী লড়াই হচ্ছে- তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ, বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়, বাম-কংগ্রেস জোটের প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং আইএসএফ দলের প্রার্থী মেঘনাদ হালদার। সাতটি লোকসভার দিকে তাকালে এবারে হিসাবনিকেশ বেশ কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ভাঙ্গড় বিধানসভা এখন আইএসএফ এর দখলে রয়েছে। অন্যদিকে, আরাবুল ইসলাম জেলে রয়েছেন।

আরও পড়ুন: সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র ধোনি! ভারতের কোচ হওয়ার জন্য জমা পড়েছে ৩০০০-এর বেশি আবেদন

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, জোটের প্রার্থী সৃজন ভট্টাচার্য টালিগঞ্জ, যাদবপুর এবং সোনারপুর বিধানসভায় ভাল ফল করতে পারেন। কিন্তু সেটা যাদবপুর লোকসভা কেন্দ্রে জিতে যাওয়ার মত সংখ্যা হবে না বলেই তাদের ধারণা। অন্য দিকে, বিজেপির প্রার্থী শিক্ষাবিদ অনির্বাণ গাঙ্গুলী। যাদবপুর লোকসভা কেন্দ্রে একেবারে নতুন মুখ, সাধারণ মানুষের কাছে ততটা পরিচিতি নেই।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

অন্য দিকে আইএসএফের মেঘনাদ হালদার ভোট পাবেন ভাঙ্গড় কিংবা তার সংলগ্ন এলাকা থেকে। সেটাও কিন্তু জেতার পক্ষে যথেষ্ট নয়।  অন্যদিকে সায়নী ঘোষ বাকপটু, তাঁর লড়াকু মানসিকতা মানুষের কাছে অনেকটা পরিচিতি লাভ করিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, একটু হলেও সায়নিক ঘোষের পাল্লা ভারী, কারণ এক দিকে সে শাসক দলের প্রার্থী। অন্য দিকে প্রার্থী হিসেবে বামেদের সৃজনের থেকেও কিছুটা গুরুত্ব পাচ্ছেন সায়নী ঘোষ। লক্ষ্মীর ভান্ডারের সুফল উনি লাভ করতে পারেন।  তবে সব কিছু নির্ভর করছে এবং বারুইপুর পূর্ব এবং পশ্চিম বিধানসভার উপর।