ভোট দিতে পারলেন না মহিলা

Lok Sabha Election 2024: সব থাকা সত্ত্বেও ভোট দিতে পারলেন না তিনি! সশরীরে বুথে এসে জানতে পারলেন তিনি প্রয়াত

সোমবার চলছে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। চতুর্থ দফায় বহরমপুর লোকসভাতে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে নির্বাচন প্রক্রিয়া।
সোমবার চলছে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। চতুর্থ দফায় বহরমপুর লোকসভাতে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে নির্বাচন প্রক্রিয়া।
খুরজুনা গ্রামের বাসিন্দা রেশমা বিবি শেখ। সোমবার দুপুরে তিনি ভোট দিতে এসেছিলেন খোড়জুনা উচ্চ বিদ্যালয়ে।
খুরজুনা গ্রামের বাসিন্দা রেশমা বিবি শেখ। সোমবার দুপুরে তিনি ভোট দিতে এসেছিলেন খোড়জুনা উচ্চ বিদ্যালয়ে।
কিন্তু ওই মহিলার অভিযোগ, ভোট দিতে এসে আমি আর ভোট দিতে পারলাম না। ভোট দিতে এসে জানতে পারা যায় যায়, ভোটার লিস্টে তালিকায় আমি মৃত অবস্থায় আছি।
কিন্তু ওই মহিলার অভিযোগ, ভোট দিতে এসে আমি আর ভোট দিতে পারলাম না। ভোট দিতে এসে জানতে পারা যায় যায়, ভোটার লিস্টে তালিকায় আমি মৃত অবস্থায় আছি।
আর মৃত অবস্থায় জানতে পারতেই তিনি খুব প্রকাশ করেন। যদিও ভোট কর্মীরাও তারাও জানান, ভোটার লিস্টের তালিকায় ইতিমধ্যেই মৃত অবস্থায় দেখানো আছে এই রেশমা বিবির শেখ নামের ওই মহিলাকে।
আর মৃত অবস্থায় জানতে পারতেই তিনি খুব প্রকাশ করেন। যদিও ভোট কর্মীরাও তারাও জানান, ভোটার লিস্টের তালিকায় ইতিমধ্যেই মৃত অবস্থায় দেখানো আছে এই রেশমা বিবির শেখ নামের ওই মহিলাকে।
আছেন জীবিত কিন্তু ভোটের লিস্টে আছে মৃত। আর ভোট দিতে এসেই ভোট দিতে পারলেন না এক ভোটার। ঘটনাটি ঘটেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড় আর ৩৪ নম্বর বুথে খোড়জুনা উচ্চ বিদ্যালয়ে।
আছেন জীবিত কিন্তু ভোটের লিস্টে আছে মৃত। আর ভোট দিতে এসেই ভোট দিতে পারলেন না এক ভোটার। ঘটনাটি ঘটেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড় আর ৩৪ নম্বর বুথে খোড়জুনা উচ্চ বিদ্যালয়ে।