অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, তুরস্কের মতো বেশ কিছু দেশে ভোট প্রক্রিয়া ভারতের মতোই৷ প্রতীকী ছবি৷

Lok Sabha Elections Voting Till 1pm: দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৫০ শতাংশের বেশি, দেশে ভোটের হার কোথায় কত? দেখুন তালিকা

কলকাতা: শুক্রবার ১৯ এপ্রিল শুরু হয়েছে দেশের লোকসভা নির্বাচন। ৭ দফার ভোটে, প্রতি দফাতেই বাংলায় নির্বাচন। প্রথম দফায় ভোট হচ্ছে বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। স্বাভাবিক ভাবেই শুরু থেকেই নজর ছিল শীতলকুচি সহ সামগ্রিক কোচবিহারের দিকে। বেলা গড়াতে দেখা গেল বিক্ষিপ্ত অশান্তির ছবি।

এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১১টার মধ্যেই প্রায় ৪০০ অভিযোগ জমা পড়েছে। অন্যদিকে ভোট দানের হারও চোখে পড়ার মতো। সকাল থেকেই ভোটদানের নিরিখে এগিয়ে ছিল বাংলা। বেলা গড়াতে যদিও বাংলাকে টেক্কা দিল ত্রিপুরা। বাংলায় ভোটের শতাংশের হার ৫০.৯৬। ওইদিকে ত্রিপুরায় ভোটের হার ৫৩.০৪। সবচেয়ে কম ভোট পড়েছে লাক্ষাদ্বীপে , ২৯.৯১ শতাংশ।

বাংলার তিন জেলায় দুপুর পর্যন্ত ভাল। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১টা পর্যন্ত, কোচবিহারে ভোট পড়েছে ৫০.৬৯শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫১.৫৮শতাংশ এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে ৫০.৬৫ শতাংশ।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত…! দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি কবে? ‘দিন’ বলে দিল আলিপুর আবহাওয়া দফতর

দুপুর ১টা পর্যন্ত ভোটের শতাংশ হিসেবে উত্তর পূর্বের অসমে সামগ্রিকভাবে ভোট পড়েছে ৪৫.১২%। ডিব্রুগড়ে ৪৪.০২%, জোরহাটে ৪৭.৭%, কাজিরাঙ্গা ৪৪.৩%, লখিমপুর ৪৪.৩%, সোনিতপুরে ৪৫.২%।

অরুণাচল প্রদেশে ভোট পড়েছে – ৩৮.৫ শতাংশ, মণিপুরে- ৪৬ শতাংশ, মেঘালয় -৪৮.৯ শতাংশ, মিজোরামে ৪০ শতাংশ, নাগাল্যান্ডে– ৪৪ শতাংশ, সিকিমে ৩৬.৮ শতাংশ, ত্রিপুরা- ৫৩ শতাংশ ভোট পড়েছে।