কংগ্রেস নেতার বাড়িতে বাম এবং তৃণমূল প্রার্থী।

Loksabha Election 2024: ভোটের গরম বাজারে রাজনৈতিক সম্প্রীতির অনন্য ছবি, মুগ্ধ দুর্গাপুর

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: ভোটের গরমে ফুটছে বাংলা। রাজনীতির ময়দানে ছড়াচ্ছে উত্তাপ।  কখনও কখনও বিরোধী শিবিরকে আক্রমণ করতে গিয়ে কদর্য ভাষা ব্যবহার করতেও কসুর করা হচ্ছে না। আর তেমন জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক সম্প্রীতির অনন্য ছবি ধরা পড়ল দুর্গাপুরে। যেখানে রাজনীতির দলীয় বিভেদ ছাড়িয়ে মানবিক দায়িত্ব পালন করলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী।

গত সোমবার তাঁর মাতৃবিয়োগ হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শহরে ধরা পড়ল রাজনৈতিক সৌজন্যতাবোধ এবং মানবিক শিষ্টাচারের ছবি। মাতৃ বিয়োগের ঘটনা শুনে কংগ্রেস নেতার বাড়িতে হাজির হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গেলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আবার জেলা কংগ্রেস সভাপতিকে সমবেদনা জানালেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মজুমদার। দেবেশ চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাকে সমবেদনা জানালেন বাম প্রার্থী সুকৃতি ঘোষালও। এই ব্যাপারে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, এখানে কোনও রাজনীতি নেই।

দেবেশ চক্রবর্তীর বাড়িতে হাজির হয়ে দিলীপ ঘোষ বলেন, আমি শহরে রয়েছি। ওঁর মাতৃ বিয়োগের কথা জানতে পেরেছি। মানুষ হিসেবে ওঁর পাশে দাঁড়ানো, সমবেদনা জানানো দায়িত্ব। তাই এখানে এসে তার খোঁজ-খবর নিয়েছি। আবার তার বাড়িতে গিয়ে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল তাঁকে সমবেদনা জানিয়ে এসেছেন। কংগ্রেস নেতার বাড়িতেই বাম প্রার্থী এবং তৃণমূল প্রার্থী মুখোমুখি হয়ে কুশল বিনিময় করেছেন। রাজনীতির ময়দানে লড়াই হলেও, সৌজন্যতা এখনও যায়নি। এটা তার প্রমাণ।