Loksabha Election 2024: এবার জিতলে টানা চারবার! ভোটের দিন চিন্তামুক্ত কল্যাণ… কচুরি, মিষ্টিতে জলযোগ

শ্রীরামপুর: বিরোধীদের অভিযোগ উড়িয়ে ‘বাবুমশাই’ মিষ্টির দোকানে বসে কচুরি খেলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। জয় নিয়ে আশাবাদীই মনে হল তাঁকে। তবে কেন্দ্রীয় বাহিনীকেও তিনি কেন্দ্রীয় বাহিনী প্রচুর বাড়াবাড়ি করছে। আমি বুথে ঢুকেছি। আমার পেছনে পেছনে ঘুরছে। আমি প্রার্থী। আমি ক্রিমিনাল নই। এই বুথে আমার এজেন্টকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল বিজেপি। আমি তাই এলাম এখানে।

এবার এক প্রকার রেকর্ডের সামনে দাঁড়িয়ে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার জিতলে টানা চারবার জয়ী হবেন, শ্রীরামপুরের ইতিহাসে এটা প্রথম। দিনের শেষে সেই তৃপ্তিই দেখা গেল কল্যাণের মুখে।

আরও পড়ুন: ডাইনোসরের থেকেও পুরনো-শক্তিশালী, ঘুরে বেড়ায় ঘরময়! বেঁচে থাকবে পরমানু যুদ্ধ হলেও! বলুন তো, কোন প্রাণী?

এদিন শ্রীরামপুরের চাকুন্ডি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেখতে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনিতে কচুরি দিয়ে  জলযোগ সারেন। ভোটদান প্রক্রিয়ার ফাকে জাঙ্গিপাড়া রাজবল্লভী মন্দিরে মায়ের কাছে গিয়ে পুজো দিলেন বিদায় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, তিনি ঠাকুরের অত্যন্ত ভক্ত বিশেষ করে কালী মায়ের। বাড়িতেও তিনি কালীপুজো করেন। ঠাকুর দেবতা তে সব সময় বিশ্বাস রেখেছেন তিনি। তাই আজ ভোটের দিনেও মায়ের কাছে প্রার্থনা করতে পৌঁছে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন যাতে মা কালী তাকে শক্তি দেয়।