Loksabha Elections 2024: বর্ধমান-দুর্গাপুুরে পৌছে প্রচার শুরু, তৈরি নয়া স্লোগান! অচেনা পিচে খেলতে নেমে কী বললেন দিলীপ ঘোষ?

মেদিনীপুর ছিল তাঁর কমফর্ট জোন৷ কিন্তু, বর্ধমান-দুর্গাপুরও তো প্রায় তাঁর হাতের তালুর মতোই চেনা৷ কারণ, তিনি তো মাটি থেকে আরএসএস করে তৈরি হওয়া নেতা৷ আরএসএসের প্রচারক থাকাকালীন দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে দীর্ঘদিন কাজও করেছেন। সেখান কর্মীদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা যথেষ্ট৷ তাই, তিনি ‘পছন্দের’ কেন্দ্র থেকে সরে এলেও, তাঁকে পেয়ে আপ্লুত বর্ধমান-দুর্গাপুর অঞ্চলের বিজেপি কর্মীরা৷ অন্তত তেমনটাই জানাচ্ছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব৷

দিলীপ ঘোষের বরাবরই বক্তব্য ছিল, দল তাঁকে যেখান থেকে লড়তে বলবে, সেখান থেকেই লড়বেন তিনি। গত লোকসভায় বিজেপির জেতা আসন বর্ধমান -দুর্গাপুর। এবার সেখান থেকেই তৃণমূল প্রার্থী করেছে বিজেপিরই দু’বারের প্রাক্তন সাংসদ বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ৷