অর্ধনারীশ্বর

Mahadev Mandir: হর হর মহাদেব, এক বিরল রূপে এই মন্দিরে পুজো পান শিব, জানুন মাহাত্ম্য

হাওড়া: সারা বাংলা জুড়ে হাতে গোনা কয়েকটি স্থানে শিবশম্ভু অর্ধনারীশ্বর রূপে পূজিত হয়। এর মধ্যে হাওড়ার পোদরা শিবতলা বারোয়ারি সমিতি মহা যোগেশ্বর মন্দির, যেখানে শিব শম্ভু অর্ধনারীশ্বর রূপে পূজিত হচ্ছে প্রায় সাত দশক ধরে।

সাত দশক ধরে এখানে অর্ধনারীশ্বর রূপে শিব পূজিত হত এক অশ্বথ গাছের গোড়ায়, সেখানেই শিবের মূর্তিতে পূজিত হত। বর্তমানে নব নির্মিত এই মন্দিরে শিবশম্ভু অর্ধনারীশ্বর রূপে পূজিত হয় | এখানে শিবের দুই রূপ। একই অঙ্গে অর্ধেক শিব এবং অর্ধেক পার্বতী রূপ। মন্দিরে অর্ধনারীশ্বর রূপের পাশাপাশি রয়েছে শিবলিঙ্গ। শিবরাত্রিতে জাঁকজমক করে পূজোর পাশাপাশি মন্দির প্রতিষ্ঠা দিবসের দিন জাঁকজমক করে পুজো আয়োজিত হয়।

আরও পড়ুন – Miracle Pond For Couple Love: দূর-দূরান্ত থেকে আজও নবদম্পতি ছুটে আসেন এই মিরাকেল পুকুরে, ডুব দিলেই দাম্পত্য প্রেম হবে অক্ষয়

পুরাণ ও মূর্তিনির্মাণ-সংক্রান্ত একাধিক শাস্ত্রে অর্ধনারীশ্বরের সঙ্গে সম্পর্কিত পৌরাণিক কাহিনি ও মূর্তিকল্পের কথা লিপিবদ্ধ হয়েছে। অর্ধনারীশ্বর মূর্তিটি শিব-পার্বতীর একটি জনপ্রিয় রূপ। সমগ্র ভারতের অধিকাংশ শিব মন্দিরের অলংকরণে এই রূপটিকে দেখা যায়। তবে নির্দিষ্টভাবে অর্ধনারীশ্বরই প্রধান দেবতা রূপে পূজিত হন, এমন মন্দিরের সংখ্যা খুবই কম। হাওড়ায় পোদরা শিবতলা বারোয়ারি সমিতির মহা যোগেশ্বর মন্দিরে খুব জাঁকজমকপূর্ণভাবে শিবের অর্ধনারীশ্বর রূপের পুজো করা হয়।

বিশেষ পুজোর দিন গ্রামের মহিলারা সকলে শিবের মাথায় জল ঢালে, এরপর শিবের রুদ্রাভিষেক হয়।এদিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে মন্দিরে। মন্দিরে ভোগ-প্রসাদ বিতরণের পাশাপাশি কীর্তনেরও আয়োজন করা হয়। শুধু তাই নয় নিজের মনোস্কামনা পূরণে মানুষ দন্ডিও কাটেন।

Rakesh Maity