উত্তরে চায়ের সংকট

Jalpaiguri News: তীব্র গরমের প্রভাব উত্তরের চা শিল্পে! বড় আশঙ্কার কথা শোনাচ্ছেন পরিবেশবিদরা

জলপাইগুড়ি: বিশ্ব উষ্ণয়নের কবলে উত্তরের চা! ক্রমেই সুস্বাদু চা এর স্বাদ থেকে বঞ্চিত হতে পারে গোটা বিশ্বের চা প্রেমীরা। এভাবে চলতে থাকলে সবুজ গালিচা বিলুপ্ত হতে বেশি সময় লাগবে না। বিশ্ব উষ্ণায়ন ও আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ছে উত্তরের চা শিল্পে। বিগত বেশ কিছু বছর ধরে উত্তরে তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টির কারণে ডুয়ার্সের চা শিল্প মুখ থুবড়ে পড়েছে। তবে সে সব সামলে চা শিল্প মাথা তুলে দাঁড়াতে না দাঁড়াতেই ফের এবছর অত্যধিক তাপপ্রবাহের কবলে ডুয়ার্সের চা।

বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশ পরিবর্তন হচ্ছে উত্তরের তরাই ডুয়ার্সের আবহাওয়া। এই আবহাওয়ায় উত্তরের চায়ের ভাটা দেখা দিচ্ছে । এমনটাই আশঙ্কা করছেন ক্ষুদ্র চাষি শিল্পের সভাপতি। এবছর তেমনভাবে ফার্স্ট ফ্ল্যাশের চা পাতার দেখা মেলে নি উত্তরে। সেকেন্ড ফ্ল্যাশে উৎপাদিত চায়ের ৪০ শতাংশ চা-ও সঠিকভাবে পাওয়া যায়নি। চা চাষের জন্য প্রায় ৩০ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুকূল। কিন্তু বর্তমানে উত্তরের চা বলয়ে উষ্ণতার পরিমাণ রয়েছে ৩৮ থেকে ৪১° সেলসিয়াস । পাশাপাশি দরকার ১৫০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত।

আরও পড়ুন:পর্যটকদের জন্য সুখবর! ভ্রমণপিপাসু বাঙালির জন্য রইল ডুয়ার্সের নতুন ডেস্টিনেশন

কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাতের দেখাই নেই ডুয়ার্সে। আবহাওয়ার পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে চা গাছের নানা সমস্যা। বহু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ক্ষুদ্র,মাঝারি চা চাষি সহ বড় বড় কোম্পানিকে। এবিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভূগোল মঞ্চের সদস্যরা। তাদের বক্তব্য,পরিবেশের ওপরে যে অত্যাচার হচ্ছে তাতে যদি লাগাম না টানা হয়, গরম বাড়বে গোটা বিশ্বে। বাদ যাবে না জলপাইগুড়ি জেলাও। এই প্রথম এত বেশি উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলায় গরম পড়ায় ভবিষ্যৎ চা শিল্প নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন চা শিল্পপতিরাও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে