চারদিক থেকে আসছে খাবার

স্বাস্থ্য ভবনের সামনে খাবারের পাহাড়! আন্দোলনরত চিকিৎসকদের পাশে মানুষ

উত্তর ২৪ পরগনা: রোদ, বৃষ্টি মাথায় করে এখনও চলছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় হাজার হাজার জুনিয়ার ডাক্তার।

দীর্ঘ বেশ কয়েকদিন ধরে টানা চলা এই অবস্থান-বিক্ষোভে আন্দোলনকারীদের পাশে থাকতে রাজ্যের নানা প্রান্ত থেকে এসে পৌঁছচ্ছে বিপুল পরিমাণ খাবার, জলের বোতল-সহ প্রয়োজনীয় সামগ্রী।

এত খাবার যে বিলিয়েও শেষ হচ্ছে না, তাই বাধ্য হয়ে এই মুহূর্তে আর খাবার না পাঠানোর আর্জিও জানাচ্ছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। অতিরিক্ত খাবার বিলিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় এলাকার দুঃস্থ মানুষজন ও শিশুদের মধ্যে।

আরও পড়ুন- আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অবস্থান বিক্ষোভ চলার মাঝেই শুরুর দিকে একসময় খাবারের ঘাটতি দেখা দিয়েছিল। এর পরই সমাজমাধ্যমে খাবারের সাহায্য চেয়ে ভাইরাল হয় পোস্ট। সেই থেকে বহু মানুষ অবস্থানরত ডাক্তারদের জন্য খাবার পাঠাতে শুরু করেন দিন রাত।

কী নেই সেই তালিকায়! চাল থেকে শুরু করে হরেক রকমের মিষ্টি, বিভিন্ন ধরনের বিস্কুট থেকে শুরু করে ফ্রুট জুস, পানীয় জল, আরও কত কী! এত বিপুল পরিমাণ খাবার এসে পৌঁছয় যে রীতিমতো খাওয়ার লোকেরই অভাব পড়ে যায়।

ফল, ডিম-সহ অতিরিক্ত খাবার সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে। রয়েছে পর্যাপ্ত পানীয় জলের বোতল। বাধ্য হয়ে আর খাবার না পাঠানোর আর্জি জানাচ্ছেন ধর্নায় বসা ডাক্তাররা।

আরও পড়ুন- ‘কাল সারারাত আমি ঘুমোতে পারিনি! একটু সময় দিন’, শেষ চেষ্টা করে আর্জি মমতার

প্রতিদিন নানা প্রান্ত থেকে বহু সাধারণ মানুষজনও যোগ দিচ্ছেন তাঁদের এই অবস্থান-বিক্ষোভে। খোঁজ নিচ্ছেন তাদের নানা সুবিধা অসুবিধার। পাশে থেকে মানসিকভাবেও শক্তি জোগাচ্ছেন চিকিৎসক পড়ুয়াদের।

হরেক স্লোগানে এখন রীতিমতো মুখরিত স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা। তবে এই বিপুল পরিমাণ খাবারের আয়োজন দেখতেও এখন অনেকেই ভিড় জমাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে। বৃষ্টি মাথায় করে মাটি কামড়ে নিজেদের দাবি পূরণে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।

Rudra Narayan Roy