প্রতিকী ছবি (ছবি সৌজন্য - ইন্টারনেট)

Love Story: অবশেষে প্রেমের জয়; প্রেমিককে বিয়ে করার জন্য প্রেমিকা যা করলেন, ভাবতে পারবেন না!

শীতলকুচি: প্রেমিকাকে উদ্যানে বসিয়ে চম্পট দিয়েছিল প্রেমিক। ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছিল শীতলকুচি এলাকায়। দীর্ঘক্ষণ ধরে প্রেমিক ফিরে না আসায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধরনায় বসেন প্রেমিকা। অবশেষে জয় হল প্রেমিকার।

প্রেম ফিরে পেলেন জনৈকা ওই তরুণী। প্রায় এক বছর আগে নগর লালবাজার গ্রামের এক তরুণের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক তরুণী। তারপর এদিন তাঁকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে উদ্যানে এনে ফেলে রেখে পালিয়ে যায় প্রেমিক। অবশেষে ধর্নায় বসে তরুণী। দীর্ঘ সময়ের ধর্না শেষে প্রেমিক ও প্রেমিকার বিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: রোজ খাবারের পাতে শসা খান? শরীরে এর ফলে কী হচ্ছে জানেন? চিকিৎসকের চমকে দেওয়া দাবি

তরুণী জানান, “শনিবার দু’জনে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। রবিবার বাড়ি থেকে বেরিয়ে কোচবিহার স্টেশনে পৌঁছন তাঁরা। স্টেশনেই রাত কাটিয়ে পরদিন সকালে মাথাভাঙা আসেন। সোমবার দুপুরে তাঁকে কান্তেশ্বর গড়ে নিয়ে যায় তাঁর প্রেমিক। এরপর প্রেমিক সিগারেট কেনার নাম করে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ কেটে গেলেও প্রেমিক দোকান থেকে ফিরে আসেনি। এরপরেই স্থানীয় বাসিন্দাদের কাছে বাড়ির খোঁজ নিয়ে প্রেমিকের বাড়িতে ধরনায় বসে তিনি। দীর্ঘসময় ধরনায় বসার পর অবশেষে স্থানীয় মানুষ ও পঞ্চায়েতে তৎপরতায় দু’জনের বিয়ের ব্যবস্থা করা হয়।”

আরও পড়ুন: চোখের পাশে বলিরেখা, ত্বকে বয়সের ছাপ? এই এক টোটকায় ৫০ লাগবে ২৫-এর মতো! জানুন

শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, ‘এমন একটি ঘটনার খবর তাঁদের কাছে এসেছে। তবে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তাই আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।’ ঘটনায় নগর লালবাজার গ্রামের পঞ্চায়েত সদস্যা সুলতানা পারভিন খাতুন জানান, “দুই পরিবারকে সালিশি সভায় ডেকে বিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের ব্যবস্থা করা হয়েছে।” যদিও এ বিষয়ে কোনও প্রকার মন্তব্য করতে চায়নি প্রেমিকের পরিবার। তবে দীর্ঘ বাধা বিপত্তির পর নিজের প্রেমকে ফিরে পেয়ে খুশি ওই তরুণী।

Sarthak Pandit