ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ

Japan Earthquake: সাতসকালে ভয়ঙ্কর কম্পন, জোরালো ভূমিকম্পে ফের কেঁপে উঠল জাপান, ভাঙল বাড়ি, তবে কি সুনামির আশঙ্কা?

জাপান: ফের ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল জাপান৷ সোমবার সাতসকালেই ফের কাঁপল উত্তর-মধ্য অঞ্চলের ইশিকাওয়া অঞ্চলটি৷ সোমবার সাতসকালেই তীব্র কম্পন অনুভূত হয়৷

জাপানের আবহাওয়া সংস্থা সূত্রের খবর, নোটো দ্বীপের উত্তরের অংশে প্রথমে ৫.৯ মাত্রার একটি কম্পন অনুভূত হয় ৷ তার কয়েক মিনিট পরেই ৪.৮ মাত্রার আরও একটি কম্পন হয় ৷ তারপরে পরবর্তী দু’ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ছোট ভূমিকম্প অনুভূত হয়। তীব্র কম্পনে ভেঙে পড়েছে দুটি বাড়ি৷ তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷

আরও পড়ুন-চিকেন খেলেই কি ইউরিক অ্যাসিড বেড়ে যায়? কোনও ভুল করছেন না তো! মুরগির মাংস খাওয়ার আগে জানুন কী বলছেন বিশেষজ্ঞ

জানুয়ারিতেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান৷ প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছিল৷ সেই ক্ষত এখন সেরে উঠতে পারেনি৷ তার মধ্যেই ফের জোরালো ভূমিকম্পে রীতিমতো আতঙ্ক বাড়ছে সকলের মধ্যে৷ তবে কি এবার সুনামির আশঙ্কা বাড়ছে? তবে জাপানের আবহাওয়া সংস্থা সূত্রের খবর, এখনও পর্যন্ত সুনামির কোনও পূর্বাভাস নেই৷

আরও পড়ুন-আয়রনের খনি! এই ৫ দানাই পুষ্টির পাওয়ার হাউজ, এভাবে খেলেই বুড়ো বয়সেও লোহার মতো মজবুত থাকবে হাড়

সোমবারে ভূমিকম্পে তেমন কোনও বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেএমএ সিসমোলজি এবং সুনামি বিষয়ক আধিকারিক সাতোশি হারাদা৷ বিশেষত গতবারের ভূমিকম্পে যে সমস্ত এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সেই এলাকার বাসিন্দাদের আরও বেশি করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷