MS Dhoni, CSK : চেন্নাইয়ের হলুদ জার্সিতে পরের বছর আবার ফিরবেন ধোনি! আত্মহারা সর্মথকরা

#মুম্বই: তার মাথার মধ্যে কি চলছে সব সময় বোঝা সম্ভব নয়। তিনি ক্যাপ্টেন কুল বলে কথা। তাই একমাত্র তিনিই জানেন তিনি কী করবেন। মহেন্দ্র সিং ধোনির ভক্তরা নিশ্চয়ই আনন্দে পাগল হয়ে যাবেন। কারণ পরের বছর আবার চেন্নাই সুপার কিংস দলের হলুদ জার্সিতে মাঠে ফিরতে চলেছেন মাহি। এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলছে চেন্নাই। প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে তারা।

আরও পড়ুন – ATK Mohun Bagan : মোহনবাগান ছেড়ে মুম্বইয়ে ডেভিড উইলিয়ামস, ক্লাব ছাড়ছেন প্রবীরও

রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ধোনি। সেখানেই ধোনিকে জিজ্ঞেস করা হয় আগামী বছর তিনি চেন্নাইয়ের হয়ে খেলবেন কি না। তাতে ধোনি বলেন, অবশ্যই। খুব সহজ ব্যাপার। চেন্নাইয়ে না খেলে বিদায় জানানোটা খুব অন্যায় হবে। মুম্বই এমন একটা জায়গা যেখানে দল এবং ব্যক্তিগত ভাবে অনেক ভালবাসা পেয়েছি। কিন্তু চেন্নাইয়ের সমর্থকদের জন্য সেটা খুব খারাপ হবে।

আশা করি পরের বছর বিভিন্ন মাঠে খেলা হবে। তাই বিভিন্ন মাঠে গিয়ে, বিভিন্ন শহরে গিয়ে ধন্যবাদ জানাতে পারব। তবে সেটাই আমার শেষ বছর কি না সেটা বড় প্রশ্ন। দু’বছর পর কী হবে তা এখনই বলা সম্ভব নয়। পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব। ধোনি খেলবেন শুধু নয়, চেন্নাই দলকে নেতৃত্বও দেবেন। পরের বছর ধোনির নেতৃত্বেই দেখা যাবে হলুদ জার্সিধারীদের।

২০২০ সালে আইপিএলে সবার নীচে শেষ করেছিল চেন্নাই। পরের বছর চ্যাম্পিয়ন হয় তারা। এ বার ফের নক আউট পর্বে উঠতে ব্যর্থ ধোনি। পরের বছর অধিনায়ক ধোনির হাত ধরে কি ফের এক বার চ্যাম্পিয়ন হবে চেন্নাই? সেই আশাতেই থাকবেন সমর্থকরা।

এদিন রাজস্থানের বিরুদ্ধে ধোনি করেন ২৬ রান। একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মারেন তিনি। শেষ পর্যন্ত যুজবেন্দ্র চাহালের বলে ফিরে যান। তবে মহেন্দ্র সিং ধোনি পাশাপাশি জানিয়েছেন চেন্নাইয়ের দায়িত্ব পুরোপুরি ছাড়ার আগে তিনি ভবিষ্যতের সিএসকে দলটাকে তৈরি করে যেতে চান। যাতে পরের যিনি অধিনায়ক হবেন, তার পক্ষে মানিয়ে নিতে অসুবিধে না হয়।