গ্রেফতার তিন

Police: পাড়ার ঝুপড়িতে ল্যাপটপ নিয়েই চলছিল এই ভয়ঙ্কর জঘন্য কাজ…! পুলিশ ‌যেতেই তোলপাড়, অবশেষে সব ফাঁস

বুনিয়াদপুর: জাল ভোটার কার্ড তৈরি করে মোটা টাকায় বিক্রির বেআইনি কারবারের হদিস মিলল জেলায়। গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারি থানার পুলিশ এক দোকানে অভিযান চালিয়ে জাল ভোটার কার্ড বানানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করে।

সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের কলেজ মোড় এলাকায় একটি ছোট্ট টিনের দোকানে বসে ল্যাপটপ স্ক্যানার ও প্রিন্টার দিয়ে জাল ভোটার কার্ড বানানোর কাজ করছে তিন দুষ্কৃতী। এই খবর বংশীহারি থানায় আসতেই সরাসরি ওই দোকানে হানা দেয়। এরপরেই ঘটনাস্থল থেকে গ্রেফতার করে মূল তিন অভিযুক্তকে।

আরও পড়ুনঃ পাহাড়ের বুক চিড়ে নামছে ঝর্ণা! গরম মোমোর সঙ্গে জমাটি আড্ডা, বর্ষার বিকেলে ঘুরে আসুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে একজন দীপঙ্কর দাস (৩৪), বাড়ি দক্ষিণ দিনাজপুরের সেলিমাবাদ। বাকি দু’জন দীপু রায় (৩০) ও ভাস্কর দেবশর্মার (২০) বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। বংশীহারির এই ঘটনায় জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, “সূত্র মারফত জানতে পাওয়ার পরেই পুলিশ অভিযান চালায়। এরপরেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।”

আরও পড়ুনঃ লোহার মতো শক্ত হাড়! অত্যন্ত সুস্বাদু এই খাবার হাড়ের জন্য ‘বেস্ট’, রোজ খান কিন্তু পরিমানে বেশি হলে বিরাট বিপদ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ একটি স্ক্যানার ও একটি প্রিন্টারসহ আরও কিছু সরঞ্জাম। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।

সুস্মিতা গোস্বামী