চারা গাছ তৈরি হচ্ছে।

Make Money Easily: চাহিদা থাকে সারা বছর, আপনিও এই ব্যবসা শুরু করে আয় করবেন মোটা টাকা

বাঁকুড়ার শুখা জমিতে উক্তি ব্যবসা গুলির মধ্যে অন্যতম, নার্সারীর ব্যবসা। ছোট ছোট বিভিন্ন চারা গাছ তৈরি করে বিক্রি হচ্ছে বছরজুড়ে।
বাঁকুড়ার শুখা জমিতে উক্তি ব্যবসা গুলির মধ্যে অন্যতম, নার্সারীর ব্যবসা। ছোট ছোট বিভিন্ন চারা গাছ তৈরি করে বিক্রি হচ্ছে বছরজুড়ে।
বিভিন্ন এক্সোটিক চারা গাছও পাওয়া যাচ্ছে বাঁকুড়াতে। বাঁকুড়া শহর ছাড়াও গোটা জেলা জুড়ে এই সবুজ বিপ্লব দেখা দিয়েছে।
বিভিন্ন এক্সোটিক চারা গাছও পাওয়া যাচ্ছে বাঁকুড়াতে। বাঁকুড়া শহর ছাড়াও গোটা জেলা জুড়ে এই সবুজ বিপ্লব দেখা দিয়েছে।
১০০ টাকার কমেও পাওয়া যাচ্ছে গাছ? কিনছেন সাধারণ মানুষ। কিছু কিছু চারা গাছ রয়েছে যেগুলি ফ্ল্যাটের ভিতর আলোর অভাবেও বেড়ে উঠতে পারে।
১০০ টাকার কমেও পাওয়া যাচ্ছে গাছ? কিনছেন সাধারণ মানুষ। কিছু কিছু চারা গাছ রয়েছে যেগুলি ফ্ল্যাটের ভিতর আলোর অভাবেও বেড়ে উঠতে পারে। |
আবার রয়েছে বেশ দামী চারা গাছ। সেগুলি তৈরি করে বিশেষভাবে অর্ডার নিয়ে বিক্রি করছে বিভিন্ন নার্সারি।
আবার রয়েছে বেশ দামী চারা গাছ। সেগুলি তৈরি করে বিশেষভাবে অর্ডার নিয়ে বিক্রি করছে বিভিন্ন নার্সারি।
নার্সারি গুলিতে চারা গাছ ছাড়াও বিক্রি করা হচ্ছে জৈব সার, ছোট ছোট টব এবং মাছের খাবার থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম।
নার্সারি গুলিতে চারা গাছ ছাড়াও বিক্রি করা হচ্ছে জৈব সার, ছোট ছোট টব এবং মাছের খাবার থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম।
বাঁকুড়া শহর সংলগ্ন একটি জনপ্রিয় নার্সারির মালিক তপতী সিংহ রায় বলেন,
বাঁকুড়া শহর সংলগ্ন একটি জনপ্রিয় নার্সারির মালিক তপতী সিংহ রায় বলেন, “এটি এমন একটি ব্যবসা যদি ছোট জায়গার মধ্যে খুব সহজেই করা যায়। সারা বছরই চাহিদা থাকে চারা গাছের।”