হেল্পলাইন নম্বর চালু

Malda Flood: ফুঁসছে নদী, বাড়ছে চরম বিপদ! জলের মধ্যেই ডুবে এখনও বহু মানুষ, এবার বন্যা দুর্গতদের জন্য চালু হেল্পলাইন নম্বর

মালদহ: নানান সমস্যার সম্মুখীন বন্যা দুর্গতরা। প্রায় ২০ দিনের বেশি সময় ধরে জলমগ্ন হয়ে রয়েছে মানিকচকের ভূতনির একাধিক গ্রাম। খাদ্য সামগ্রী থেকে শুরু করে পানীয় জল-সহ দৈনন্দিন নানান প্রয়োজনীয় সামগ্রী সমস্যার সম্মুখীন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। বেশ কিছু দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে আসা সম্ভব হয়েছে। কিন্তু এখনও বহু মানুষ বন্যার জলের মধ্যেই রয়েছে। কারণ গবাদি পশু-সহ নানান সামগ্রী নিয়ে ত্রাণ শিবিরে আসা সম্ভব হয়ে উঠছে না ওই সমস্ত বাসিন্দাদের।

তবে প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। কোথাও কোনও বন্যা দুর্গত মানুষ সমস্যায় পড়লে দ্রুত যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারে তার জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে দুইটি হেল্পলাইন নম্বর। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বা কোথাও জরুরি ভিত্তিক কোনও প্রয়োজন পড়লে এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে দ্রুত সেখানে প্রশাসনিক টিম গিয়ে পৌঁছাবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বন্যা দুর্গতরা এই নম্বরে যোগাযোগ করে যে কোনও সমস্যার সমাধান করতে পারবেন।

আরও পড়ুন-   জীবনটাই যেন ‘নরক’…! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের…

মালদহের মানিকচক ব্লকের ভূতনির একাধিক গ্রাম পঞ্চায়েত গঙ্গার জলে প্লাবিত। বিশাল এলাকা জুড়ে গঙ্গার জল ঢুকে পড়ায় যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে এই অঞ্চলের বাসিন্দারা। দ্রুত গ্রামগুলিতে পৌঁছাতেও সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনের কর্মীদের। তাই বন্যা কবলিত অঞ্চলে কোথাও কোনও সাধারণ মানুষ বিপদে পড়লে বা কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে দুটি টোল ফ্রি নম্বর।

আরও পড়ুন-   জীবনটাই যেন ‘নরক’…! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের…

এছাড়াও কোথাও যদি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ না মেলে। বা কোন গ্রামে যদি ত্রান না পৌঁছায় তাহলেও সাধারণ মানুষ এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারবেন। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।। ইতিমধ্যে জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে এই টোল ফ্রি নম্বর গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাইকিং ও সোশ্যাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে। হেল্পলাইন নম্বর দুটি হল: (৭০৬৩৪১১৩৯১),(৭৩৬৩৮০৯৪০১)।

হরষিত সিংহ